Recent Posts

How To Rank Your Youtube Channel In Faster. 
Please follow the some important important tips. 
Choise Your channel name a single word or small word. 
choise your channel name uniqe. 
Create all Social Media like as facebook twitter linkdin Instagram,blog,youtube etc. 
Add a custom url all social media 
Add a youtube channel keyword. Describe More Watch video Carefully. 

Tags:

YouTube Channel SEO A to Z Bangla TuTorial ! SHAMIM LEM

By SHAMIM LEM →
ইসলামিক ইউটিউব চ্যানেলের জন্য এবং গরিব এবং এতিম (যাদের টাকা দিয়ে ডিভিডি কিনার সামর্থ নেই ) ইউটিউবারদের জন্য SHAMIM LEM ইউটিউব মার্কেটিং ডিভিডি টি সম্পুর্ন ফ্রি তে দেওয়া হবে আগামি কাল অথবা পরশুদিনের মধ্যেই এই ইউটিউব মার্কেটিং ডিভিডি টি আংশিক ভাবে রিলিজ করা হবে। এবং সর্ব প্রথম ইসলামিক চ্যানেলের অওনারদের জন্য এবং গরিব ও মেধাবি সৎ লোকদের জন্য সফটওয়্যার টি তাদেরকে ফ্রিতে এক্টিভ করে দেওয়া হবে। তাদের জন্য টাকা বাধ্যতামুলক না তবে তারা চাইলে ডনেশন দিতে পারে।







খুব শিঘ্রই এই সফটওয়্যার টি আপনাদের মাঝে রিলিজ করা হবে যেটার মাধ্যমে আপনারা ইউটিউব মার্কেটিং ফুল কোর্স টী করতে পারবেন।
এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি খুব সহজেই ইউটিউব মার্কেটিং ফটোশপ প্রিমিয়ার প্রো ইডিটিং আফটার ইফেক্টস এনিমেশন ইত্যাদি শিখতে পারবেন। নিচে তার ডিটেইলস দেওয়া হলো।


Refund Policy
রিফান্ড পলিসি গাইডলাইন
শামীম লেম এর পেইড ইউটীউব মার্কেটিং কোর্স টি ক্রয় করার পর আপনি যদি মনে করেন এটি কিনার পর আপনার লস হয়েছে এই কোর্স এ যা কিছু আছে তা আপনি জানেন । এই কোর্স টি আপনার কোন প্রয়োজন নেই তাহলে এই কোর্স টি ক্রয় করার পর তিন ঘন্টার মধ্যে আপনাকে মেইল করে জানাতে হবে যে এই কোর্স টি আপনি করতে চাননা টাকা ফেরত পেতে চান।

সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আপনি কোর্স টি কিনার পর তিন ঘন্টার মধ্যে আমাদের মেইল করেছেন কিনা যদি তিন ঘন্টার মধ্যে মেইল না করেন তাহলে টাকা ফেরত দেওয়া হবেনা । আর যদি তিন ঘন্টার মধ্যেই মেইল করেন তাহলে আপনাকে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে।

এবং আপনার সাথে যোগাযোগ করা হবে।
উপরের এই গাইড লাইন টি আপনার জানা অনেক জরুরি । আমাদের মেইল এড্রেসঃ shamimtech@yahoo.com
Software Details:
ইঊটিউব মার্কেটিং পেইড ডিভিডিঃ

আপনারা জানেন যে আমি একটি পেইড ইউটিউব মার্কেটিং ডিভিডি তৈরি করছি যেটা ফ্রিতে আপলোড করা হচ্ছে শামীম টেক চ্যানেলে ।আপনারা সেখান থেকে সেই ভিডিও গুলো ফ্রিতে ওয়াচ করতে পারবেন।

অথবা আপনারা পুরো কোর্স টি ১৫০০ টাকা দিয়ে ক্রয় করতে পারেন।
আমরা এই পেইড ডিভিডি টির একটি সফটোওয়ার তৈরি করেছি ওই সফটোওয়ার এর মাধ্যেমে আপনি আমাদের পেইড ডিভিডি টি দেখতে পাবেন ।
এই ডিভিডি দারা কি কি শিখতে পারবেনঃ

১।ইউটিউব মার্কেটিং এ টু জেট
২। কেমটাসিয়া ফিলমরা প্রিমিয়ার প্রো ভিডিও ইডিটিং
৩। এডব অডিশনের মাধ্যমে গান গজল রেকর্ডিং
৪। ভিডিও স্ক্রাইবের মাধ্যমে এনিমেশন ভিডিও তৈরি
৫। আফটার ইফেক্টস দারা যে কোন ইন্ট্রো এনিমেশন তোরি করা।
৬। ভিডিও ম্যাকিং আইডিয়া ও সেটাপ ইউর টেক স্টুডিও । এবং
বিস্তারিত থাকবে যা যা লাগ।
৭। প্রত্যক টি সফটওয়্যার লেটেস্ট ভার্সনের প্লাস ফুল ভার্সন ক্রাক
সহ। এবং ইউটিউব মার্কেটিং করার জন্য যা যা সফটওয়্যার
লাগবে সব থাকবে। সব গুলো ফুল ভার্সন।
এই পেইড ডিভিডি কে আমরা ড্রাগ ড্রপ ইউটিউব মার্কেটিং কোর্স নাম দিয়েছি।


আপনারা এই সিডি থেকে ইউটিউবের সকল সিক্রেট টিপস জানতে পারেন। এই সিডিতে থাকছে ইউটিউব এ টু জেট । এই ডিভিডিতে আমি যেই টাইপের ইন্ত্রো এনিমেশন লওয়ার থার্ড ইউস করি সবগুলো ফ্রি দিয়ে দেওয়া হবে এই ডিভিডিতে । তাছাড়া প্রায় ১ লাখ টাকার এনিমেশন ফ্রিতে প্রভাইড করা হবে এই ডিভিডিতে। যে কোন প্রকার এনি কাইন্ড ওফ এনি টিপস ও এনি কন্টেন্ট ম্যাকিং আইডিয়া এই ডিভিডিতে পাবেন।


১। এডব ফটোসপের চ্যানেল আর্ট ১০০ প্লাসঃ

১০০ প্লাস টপ চ্যানেল আর্ট পিএসডী টেমপ্লেট দিয়ে দেওয়া হবে আপনি শুধু ড্রাগ ড্রুস করে আপনার চ্যানেলের নাম দিয়ে তা মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন।


২। থাম্বেল ১০০ প্লাস পিএসডি ফাইলঃ

যেকোন টাইপের ভিডিওর থাম্বেল তৈরি করতে পারেন।


৩। প্রফাইল পিকচার ৫০ প্লাসঃ

সুন্দর সুন্দর প্রফাইল পিকচার বানাতে পারবেন


৪। আউট্টো ১০০ প্লাস এডব আফটার প্রজেক্টঃ

এই সব গুলো প্রজেক্টের ডাউনলোড লিং দিয়ে দেওয়া হবে সেগুলো ডাউনলোড করে শুধু আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে দিলেই হবে।


৫। পেইড ইন্ট্রো ১০০ প্লাসঃ

এই পেইড ইন্ট্রোগুলো ডাউনলোড করে নিমিষেই ১০০ প্লাস ইন্ট্রো বানিয়ে ফেলতে পারবেন আপনার চ্যানেলের জন্য


৬। এন্ড স্ক্রিন ১০০ প্লাসঃ

এআপনার চ্যানেলের জন্য নিমিষেই এন্ড স্ক্রিন বানিয়ে ফেলতে পারবেন।


৭। কপিরাইট ফ্রি ভিডীও ১০০ প্লাসঃ

এই খানে বিভিন্ন কেটাগরির ভিডীও পাবেন রোমান্টিক ইসলামিক পাবলিক ইত্যাদি


৮।কপিরাইট ব্যাকগ্রাইন্ড মিউজিক ৫০০ প্লাসঃ

এখানে ও আপনি বিভিন্ন কেটাগরির মিউজিক পাবেন টেক এন্টারটেইন মেন্ট ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি


৯। লওয়ার থার্ডসঃ

কেমটাসিয়ার এডব প্রিমিয়ার প্রোর ২০০০ প্লাস ও আফটার ইফেক্টের ২০০০ প্লাস লওয়ার থার্ড দেওয়া হবে যা আপনি শুধু ডাউনলোড করে ইউস করবেন


১০। বিভিন্ন টাইপের ট্রান্সেশন ইফেক্ট থাওকবে

১১। প্রিমিয়ার প্রোর ইন্ট্রো লওয়ার থার্ডস প্রমোশন টাইটেল এনিমেশন এন্ড স্ক্রিন ও বিভিন্ন জিনিস থাকবে।

১২। কেমটাসিয়ার ও ফুল প্যাকেজ ইন্ট্রো এনিমেশন লোওয়ার থার্ডস ইত্যাদি থাকবে।

১৩।ফিলমরার অনেক গুলো ইন্ট্রো টাইটেল লোওয়ার থার্ড বিভিন্ন এনিমেশন কালারিং ইফেক্ট স্টিকার ইফেক্ট ইত্যাদি থাকবে।

১৪। এডব আফটার ইফেক্টের ইন্ট্রো ও অনেক গুলো লোওয়ার থার্ড থাকবে।

১৫। আপনার ফেসবুক প্রফাইল থেকে ইউটিউব চ্যানেল সহ সকল সোসাইল মিডিয়ার যা যা লাগে সব কিছুর অনেক গুলো করে পি এসডি ফাইল থাকবে আপনার কাজ শুধু ড্রাগ ড্রপ এবং আপনার নাম ইউস করা।


আরো অনেক কিছু থাকবে এখন লিখার সময় নাই। একসময় জানাবো আরো কি কি থাকবে।


এখানে থাকছে লাইফ টাইম ফুল সাপোর্ট এবং ইউটিউব গাইডলাইন ও কিভাবে একটি চ্যানেল খুলা থেকে শুরু কএ টাকা পকেটে নেওয়ার জন্য যত রকম টিপস ট্রিক্স ও সিক্রেট জিনিষ আছে তা সব দেওয়া আছে।


যে কোন প্রকার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য যে কোন টাইপের হেলপ।

তাছাড়া সব থেকে বড় বিষয় হলো ইউটিউব এলগরিদম। যেটার মাধ্যমে আপনি ১০০০০০ লক্ষ পারসেন্ট ক্লিয়ার আইডিয়া পাবেন যে এটা কিভাবে কাজ করে কিভাবে আপনি কাজ করলে সাক্সেস হতে পারবেন।


যেই এলগরিদম গুলো সম্পর্কে অনেক অনেক বড় বড় ইউটিউবার জানেনা সেই এলগরিদম গুলো আপনি এই ডিভিডিতে পাবেন। যা আপনার কাছে আসচর্যজনক মনে হবে।


এই টিপস ও ট্রিক্স গুলো জানার জন্য আপনার কম পক্ষে ২ বছরের এক্সপেরিয়েন্স ও রিসার্চ যা প্রায় প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘন্টার গবেষনা করার পর ও এত টিপস জানতে পারতেন না ।


আর এই ডিভিডিতে এমন কিছু টিপস আছে যা আমার রিসার্চ করতে ও গবেষনা করে বের করতে ১ বছর লেগে গেছে । কোন কোন টিপস ৩ মাস আবার কোন কোন টিপস ২ বছর ও লেগে গেছে । তারপর আমি ১০০ পারসেন্ট শিওর হয়েছি ।


সেই হিডেন ও সিক্রেট টিপস গুলো শুধু আপনি ১৫০০ টাকার মাধ্যমে জানতে পারবেন। তার সাথে আপনি পাচ্ছেন সকল প্রকার ক্রাক সফটওয়ার একদম ফ্রি । এবং সেগুলো কিভাবে চালাবেন তার টিউটরিয়াল।


প্রত্যেক টি সফটওয়ার পাবেন ল্যেটেস্ট ভারশনের।


এই ডিভিডী নিয়ে আর বেশি কিছু বলতে চাইনা । আপনার প্রয়োজন হলে অর্ডার দিতে পারেন। আপনার টাকা বৃথা যেতে দিবোনা ।

তাছারা এই ডিভিডিতে রিফান্ড পলিসি আছে। আপনার ডিভিডিটি কিনার পর যদি ভালো না লাগে তাহলে আপনি টাকা রিফান্ড করে নিতে পারবেন।

এই ডিভিডী টি আগষ্ট মাসে রিলিজ করা হবে। যারা যারা নিতে চান কমেন্টে লিংক দেওয়া আছে এখনি অর্ডার করুন।


ফ্রি সার্ভিসঃ


যে কোন প্রকার ফ্রি হেলপের জন্য ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে কমেন্ট করে জানান আপনার প্রবলেম টি, আর ৭২ ঘন্টার মধ্যে পেয়ে জাবেন আপনার উত্তর।

এছাড়া আরো ফ্রি হেলপের জন্য আমার ফেসবুক গ্রুপ ইউটিউব সাপোর্ট শামীম লেম (৬ লাখ ৭২ হাজার মেম্বার) এবং এডমোব সাপোর্ট শামীম টেক (১ লাখ ৫০ হাজার মেম্বার) এখানে আপনার প্রবলেমটি লিখে পোস্ট করুন , সাথে স্ক্রিন সর্ট দিতে পারেন।

সেখানেও পেয়ে যাবেন ৭২ ঘন্টার মধ্যে হেলপ।


বিঃদ্রঃ এই উপরের দুটি সেকশন ছাড়া আর কোথাও কোন ভাবে হেলপ করা হয়না। আপনি যদি আমাকে পারসোনাল মেসেজ বা ফোন করেন তাহলে এখানে আপনাকে কোন টেকন্যাকাল সাপোর্ট দেওয়া হবেনা।

আমি একা মানুষ এমনিতেই আমি আমার কাজে বিজি থাকি, আবার আমার চ্যানেলের প্রত্যেক টা কমেন্টের রিপ্লাই করি। আবার গ্রুপের প্রত্যেক টা প্রশ্নের এনসার দেয়। একা আমার পক্ষে এত জায়গায় হেলপ করা পসিবল না।


পেইড সার্ভিসঃ

আপনি যদি আমাকে দিয়ে কোন কাজ করাতে চান, বা যে কোন প্রকার ইন্ট্রো এনিমেশন, চ্যানেল আর্ট,লওয়ার থার্ডস, বানিয়ে নিতে বা কম্পিউটার রিলেটেড যে কোন সমস্যা বা ইউটিউব রিলেটেড যে কোন সমস্যার সমাধান নিতে আমাকে মেইল করতে পারেন shamimlem@yahoo.com ।


মেইলে আপনি আমাকে জানিয়ে দিতে পারন আপনি কি কাজ করাতে চান আমি আপনাকে রিপ্লাই করে দিবো ঐ কাজটি করতে কতক্ষন সময় লাগবে। সেই হিসেবে ১ ঘন্টা অনুযায়ী আমাকে বিকাশের মাধ্যমে ১০০ টাকা করে অগ্রিম পে করতে হবে।


উপরিক্ত পেইড সার্ভিস টি অনেক কম টাকা করা হয়েছে। ১ ঘন্টায় মাত্র ১০০ টাকা। যেটা শুধুমাত্র আপনার সাপোর্টের জন্য করা হয়েছে। টাকা ইনকামের উদ্দেশে নয়। আপনাদের অনেকের অনেক প্রকার সমস্যা জটিলতা আছে আপনারা নানান মানুষের কাছে গিয়ে প্রতারিত হোন।


তাই আপনারা যাতে কোন প্রকার প্রতারিত না হোন সেই ক্ষেত্রে এই সার্ভিস টি চালু করা হয়েছে। এছাড়া আপনি আমাকে আপনার চ্যানেলের জন্য যে কোন টিউটরিয়াল বানিয়ে নেওয়ার জন্য মেইল করতে পারেন






Software Download Links:



📀ORDER DVD Software;





Tags:

SHAMIM LEM exe Software Full Youtube Marketing Course

By SHAMIM LEM →






ইউটিউব মার্কেটিং ফুল কোর্স । ইসলামিক ইউটিউব চ্যানেলের জন্য এবং গরিব এবং এতিম [যাদের মা বাবা নেই ] (যাদের টাকা দিয়ে ডিভিডি কিনার সামর্থ নেই ) ইউটিউবারদের জন্য SHAMIM LEM ইউটিউব মার্কেটিং ডিভিডি টি সম্পুর্ন ফ্রি তে দেওয়া হবে ।


এবং সর্ব প্রথম ইসলামিক চ্যানেলের অওনারদের জন্য এবং গরিব ও মেধাবি সৎ লোকদের জন্য সফটওয়্যার টি তাদেরকে ফ্রিতে এক্টিভ করে দেওয়া হবে। তাদের জন্য টাকা বাধ্যতামুলক না তবে তারা চাইলে ডোনেশন দিতে পারে। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি খুব সহজেই ইউটিউব মার্কেটিং ফটোশপ প্রিমিয়ার প্রো ইডিটিং আফটার ইফেক্টস এনিমেশন ইত্যাদি শিখতে পারবেন। #YoutubeMarketing #YoutubeMarketingBangla #SHAMIMLEM 

Refund Policy
রিফান্ড পলিসি গাইডলাইন শামীম লেম এর পেইড ইউটীউব মার্কেটিং কোর্স টি ক্রয় করার পর আপনি যদি মনে করেন এটি কিনার পর আপনার লস হয়েছে এই কোর্স এ যা কিছু আছে তা আপনি জানেন । এই কোর্স টি আপনার কোন প্রয়োজন নেই তাহলে এই কোর্স টি ক্রয় করার পর তিন ঘন্টার মধ্যে আপনাকে মেইল করে জানাতে হবে যে এই কোর্স টি আপনি করতে চাননা টাকা ফেরত পেতে চান। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আপনি কোর্স টি কিনার পর তিন ঘন্টার মধ্যে আমাদের মেইল করেছেন কিনা যদি তিন ঘন্টার মধ্যে মেইল না করেন তাহলে টাকা ফেরত দেওয়া হবেনা । আর যদি তিন ঘন্টার মধ্যেই মেইল করেন তাহলে আপনাকে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং আপনার সাথে যোগাযোগ করা হবে। উপরের এই গাইড লাইন টি আপনার জানা অনেক জরুরি । আমাদের মেইল এড্রেসঃ shamimtech@yahoo.com Software Details: ইঊটিউব মার্কেটিং পেইড ডিভিডিঃ আপনারা জানেন যে আমি একটি পেইড ইউটিউব মার্কেটিং ডিভিডি তৈরি করছি যেটা ফ্রিতে আপলোড করা হচ্ছে শামীম টেক চ্যানেলে ।আপনারা সেখান থেকে সেই ভিডিও গুলো ফ্রিতে ওয়াচ করতে পারবেন। অথবা আপনারা পুরো কোর্স টি ১৫০০ টাকা দিয়ে ক্রয় করতে পারেন। আমরা এই পেইড ডিভিডি টির একটি সফটোওয়ার তৈরি করেছি ওই সফটোওয়ার এর মাধ্যেমে আপনি আমাদের পেইড ডিভিডি টি দেখতে পাবেন । এই ডিভিডি দারা কি কি শিখতে পারবেনঃ ১।ইউটিউব মার্কেটিং এ টু জেট ২। কেমটাসিয়া ফিলমরা প্রিমিয়ার প্রো ভিডিও ইডিটিং ৩। এডব অডিশনের মাধ্যমে গান গজল রেকর্ডিং ৪। ভিডিও স্ক্রাইবের মাধ্যমে এনিমেশন ভিডিও তৈরি ৫। আফটার ইফেক্টস দারা যে কোন ইন্ট্রো এনিমেশন তোরি করা। ৬। ভিডিও ম্যাকিং আইডিয়া ও সেটাপ ইউর টেক স্টুডিও । এবং বিস্তারিত থাকবে যা যা লাগ। ৭। প্রত্যক টি সফটওয়্যার লেটেস্ট ভার্সনের প্লাস ফুল ভার্সন ক্রাক সহ। এবং ইউটিউব মার্কেটিং করার জন্য যা যা সফটওয়্যার লাগবে সব থাকবে। সব গুলো ফুল ভার্সন। এই পেইড ডিভিডি কে আমরা ড্রাগ ড্রপ ইউটিউব মার্কেটিং কোর্স নাম দিয়েছি। 

More Software Details https://goo.gl/ac2aK9 
Software Download Links: https://goo.gl/otDXyL 
📀ORDER DVD Software; https://goo.gl/yRcMMZ
Tags:

YouTube Marketing Full Course Bangla BY SHAMIM LEM

By SHAMIM LEM →




এমপি হিরো আলমকে নিয়ে
একি বললেন হুজুর?
Click Here For Subscription :
https://www.youtube.com/channel/UC9Hz...
------------------------------------------------------------------------------------------
➤ || DON'T FORGET TO || ➤
✅ Like | ✅ Share | ✅ Subscribe
------------------------------------------------------------------------------------------
*** ANTI-PIRACY WARNING ***
This content is Copyright To Islamic Waz Bogra.
Any unauthorized reproduction,
redistribution or re-upload is strictly prohibited of this material.
Legal action will be taken against those who violate the
copyright of the following material presented!
------------------------------------------------------------------------------------------
আমাদের একটি মাত্র প্রতিষ্ঠান Islamic Waz Bogra আর কোন শাখা নেই |
ইনসাফ ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম | Islamic Waz Bogra
ইনসাফ ভিডিওর একটি প্রতিষ্ঠান l ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন l লাইক,সিয়ার ও কমেন্টস করে সবাইকে জানিয়ে দিন l
A Production by Islamic Waz Bogra..
Waz : Video : Insap Video
------------------------------------------------------------------------------------------
Tags:

এমপি হিরো আলমকে নিয়ে একি বললেন হুজুর? Hero Alom Mp Golam Rabbani Waz 2018

By SHAMIM LEM →

পোলা ও পোলা রে তুই অপরাধী রে/আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে’- গত শনিবার থেকে ফেসবুকে ভাইরাল হওয়া সেই মেয়ের পুরো নাম টুম্পা খান সুমী। পড়াশুনা করছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। এ বয়সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন তিনি। টুম্পার এ গান এখন তরুণ-তরুণীদের মুখে মুখে। টুম্পার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা গানটি এরইমধ্যে দেখে ফেলেছেন ৫০ লাখের ও বেশি মানুষ। তার ইউটিউব চ্যানেল থেকে ২৮ লাখ মানুষ গানটি দেখেছেন। গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ গানের মিউজিক ভিডিওটি। দুই মাস পর গিটার হাতে টুম্পা গাইলেন গানটি। গানটিতে উঠে এসেছে ভাঙা প্রেমের জলছাপ। গানের কথা ও সুর নিজের না হলেও সাবলীল গায়কী, গাওয়ার ভঙ্গি এবং গায়কীতে সারল্য ও আকুতি রাতারাতি গানটি জনপ্রিয় করে তোলে বলে মনে করছেন অনেকেই। শনিবার বিকেলে এসব বিষয়ে সমকাল অনলাইনের সঙ্গে কথা হয় টুম্পার- গানটি ভাইরাল হওয়ার কারণ কি? আমি সব সময় সফ্‌ট গান করি। গাওয়ার সময় নিজেই ইন্সট্রুমেন্ট বাজাই। তখন গানটি ভাইরাল হওয়ার কথা কল্পনাও করিনি। গানটি দরদ দিয়েই গাওয়ার চেষ্টা করেছি। জাস্ট গানটি গেয়ে দ্রুত ফেসবুক ও আমার ইউটিউব চ্যানেলে আপ করি। তারপর থেকে তো দেখলাম গানটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। দেখলাম বহু মানুষ গানটি শেয়ার দিচ্ছেন। দেশ-বিদেশ থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছে। সবাই আমার গায়কীর প্রসংশা করছেন। আমার ফেসবুক আইডিতে ১৫ লাখ এবং ইউটিউব চ্যানেলে গানটি ২৮ লাখ ভিউ হয়ে গেছে। এ ছাড়া কয়েক হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি শেয়ার হয়েছে। সেই সব আইডির ভিউয়ের হিসাব আমার কাছে নেই। লেখাপড়া কোথায় করছেন? আমি এবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে ইকোনমিকসে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। গানে হাতেখড়ি কিভাবে? আমার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে। ছোটবেলা থেকে গান শুনি। শুনে শুনেই গান গাওয়া শুরু। সিরাজদিখানে গান শেখার তেমন ব্যবস্থা ছিল না। ফলে গান শেখার তেমন সুযোগ ছিল না। তবে স্থানীয় একজনের কাছ থেকে কিছুদিন তালিম নিয়েছি। নিজে গিটার বাজিয়ে গান করেন- সেটা কিভাবে শিখলেন? ইউটিউব থেকে গিটার বাজানো কিছু কৌশল জেনেছি। পরবর্তীতে গিটার নেভার লাইজ (জিএনএল) স্কুল থেকেও গিটার বাজানো শিখেছি। আপনার পরিবারে আর কে আছেন? আমার পরিবারে বাবা-মা ও দুই ভাই। বাবা-মা গ্রামেই থাকেন। বাবার স্থানীয় রেন্ট-এ কারের ব্যবসায় একটি গাড়ি আছে, তিনি নিজেই সেটি চালান। ঢাকায় আমার অনেক আত্মীয় রয়েছেন। এতোদিন এক আত্মীয়ের বাসায় থাকতাম। প্রাণ লেয়ার কর্তৃক আয়োজিত গানের প্রতিযোগিতা ‘প্রাণ লেয়ার দ্যা মায়েস্ট্রো’র সেরা ১২-এ আছি। এজন্য রিহার্সেল করতে হয় নিয়মিত। ফলে এখন এক বান্ধবীর বাসায় থাকছি। এর আগে আমি গাজী টায়ারসের ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়াশুনা চালিয়ে যাওয়া এবং গান ধরে রাখাই আপাতত উদ্দেশ্য। ‘অপরাধী’ গানটি ভাইরাল হওয়ার পর থেকে অনেক সাড়া পাচ্ছি। অনেকেই ডাকছেন, তবে ভালো মানুষের সঙ্গে কাজের সুযোগ পেলে করবো। গান গাওয়াটা ধরে রাখতে চাই; কারণ গানই আমার প্রাণ। আমার কোনো মৌলিক গান নেই। ইচ্ছে আছে মৌলিক গান শুরু করার। সামনে কোনো চ্যালেঞ্জ আছে.? একটি গানের কারণে মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। আমার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের ভালোবাসার মূল্য দেওয়া। আমাকে সবাই যে অবস্থানে নিয়ে গেছে, সেই অবস্থানটা ধরে রাখা আমার জন্য বড় চ্যালেঞ্জ।

পোলা ও পোলা রে তুই অপরাধী রে গানটি ভাইরাল হবে কল্পনাও করিনি

By SHAMIM LEM →

প্রতিটি মেয়ে গোপনে গোপনে এই ১০টি কাজ করে থাকে ছেলেরা যদি এটা পড়ে তাহলে বুঝতে পারবে তাদের আশেপাশের মেয়েরাও অনেক অরুচিকর জিনিস করে যেগুলি তারা কোনদিনও বলে না। আমরা মেয়েরা নিজেদেরকে স্রবোতকৃষ্ঠ ভেবে ছেলেদের অগোছালো নোংরা, আরও কি কি না ভাবি, কিন্তু আসলে আমরাও ছেলেদের মতই আচরণ করি! তাই, এখানে একটা তালিকা দেওয়া হল যা মেয়েরা কখনো স্বীকার করে না। ১. গোপনাঙ্গ সেভ করা এবং পরে অনুশোচনা করা। গোপনাঙ্গ সেভ করা অনেক সময়ই সর্বনাশা হয়। অল্পক্ষণের জন্য মসৃণতা পাওয়া গেলেও পরে যা চুলকানির অভিজ্ঞতা হয় তা নরকের মত। তখন আমাদের অনুশোচনা হয়। কিন্তু তাও বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার আগে আমরা আবার এই ঘটনা ঘটাই। ২. Poop স্টিগমা মেয়ে আর পাবলিক ওয়াসরুম; না কখনো মেনে নেওয়া যায় না। আমরা পাবলিক ওয়াসরুমকে ঘৃণা করি এবং এটাকে কখনো ব্যবহার করার কথা অস্বীকার করি। পাবলিক ওয়াসরুমে পায়খানা করার সময় যদি পাশের ওয়াসরুমে কেউ আসে তাহলে আমরা জোর করে চেপে বসে থাকি যতক্ষণ না পাশের ওয়াসরুমের লোকটি চলে যাচ্ছে। যদিও আমাদের কেউ দেখতে পাচ্ছে না তবুও পুরো ব্যাপারটাই আমাদের কেমন অস্বস্তি হয়। ৩. ব্রা কখনো নোংরা হয় না। এই কথাটি সব মেয়ে বিশ্বাস করে যেঃ ব্রা নোংরা হয় না তাই অনেক দিন না কাঁচলেও চলে যায়। যদিও আমাদের প্রচুর ব্রা আছে তাও ঘুরিয়ে ফিরিয়ে আমরা একই ব্রা বার বার পড়ি। ৪. আমরা চিড়ুনি পরিষ্কার করি না। হ্যাঁ! আমরা পরিষ্কার করি না। আমরা আশা করি চিড়ুনিটা নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে এবং সেটা যখন হয় না, তখন আমরা একটা নতুন চিড়ুনি কিনে নিই। ৫. আমরা কাঁদার সময়ও নিজেদের সুন্দর দেখতে চাই। আমরা কাঁদার সময়ও নিজেদের বার বার আয়নাতে দেখার চেষ্ঠা করি আমাদের কি রকম দেখাচ্ছে বোঝার জন্য। হ্যাঁ! আমরা কাঁদার সময় নিজেদের সেলফিও তুলি। ভেজা চোখ, লাল নাকে আমাদের সেক্সি দেখায় না, তবুও। ৬. মেয়েরাও নাক খোটে। আমাদের গা ঘিনঘিন করে যখন কেউ আমাদের সামনে নাক খোটে কিন্তু আমরাও একই কাজ করি। কিন্তু আমরা তা করি সবার অলক্ষ্যে যখন আমাদের আশেপাশে কেউ থাকে না। ৭. আমরা রোজ স্নান করি না। এই পৃথিবীতে কে রোজ স্নান করে? আমাদের হাইজিন অনেক সময়ই প্রশ্নের সামনে পড়ে যখন আমরা বেশ কিছুদিন স্নান না করেই কাটাই, তারপর মাথা পাগলের মত চুলকাই এবং মাথা থেকে বরফের মত খুসকি ঝরে পড়া দেখি তারপর ড্রাই স্যাম্পু ব্যবহার করে নিজেদের সান্তনা দিই। স্নান করার সময় নেই? কোন ব্যাপার নয়, বগল ধুয়ে পারফিউম লাগিয়ে নাও। মুখ ধোয়ার সময় নেই? কোন ব্যাপার নয়, কালকের মেকআপের ওপরই আজ আবার নতুন করে মেক আপ লাগিয়ে নাও। ৮. কাপড় কাছতে গা ঘিনঘিন করে। আমরা সবাই অন্তর্বাস উল্টে বোঝার চেষ্ঠা করি যে কোন বাজে গন্ধ আসছে না তো বা সেটাকে আরও কয়েক বার পড়া যেতে পারে । কিন্তু এত কিছুর পরেও আমরা কাপড় কাছতে চাই না। ৯. যে লোকেদের পচ্ছন্দ নয় তাদের সাথে মনে মনে মিথ্যা ঝগড়া করা। মেয়েরা সাধারণত সবসময় কথা কাটাকাটি করতে তৈরি থাকে। আমরা ঝগড়া হওয়ার অপেক্ষায় থাকি। আমরা কথা কাটাকাটির জন্যই বেঁচে আছি। আর অবশ্যই আমরা ডাইলগ দেওয়ার জন্য সবসময় তৈরি থাকি। আমরা যাকে অপচ্ছন্দ করি তার সাথে ঝগড়া করার কথা আগে থেকেই ভেবে রাখি! আমরা এদের অপমান করার কোন সুযোগই ছাড়ি না। ১০. এই পোস্টা পড়বে, সব কিছু অস্বীকার করবে। আবার পাঁচ মিনিট বাদে নিজের মনে সব কিছু মেনে নেবে। মেয়েরা তোমরা সবাই জানো, আমরা সবাই এই রকম কাজ করে থাকি এবং কখনও তা স্বীকার করি না এবং অদূর ভবিষ্যৎতেও স্বীকার করার কোন ইচ্ছা নেই।

প্রতিটি মেয়ে গোপনে গোপনে এই ১০টি কাজ করে থাকে

By SHAMIM LEM →
নিহতের স্বামী রেজাউল হক জানান, শুক্রবার আমার স্ত্রী মলেকা বেগম আমার ছেলের বউ আখি বেগমের কাছে খাবার চায়। এ বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক্ষন যাবত কথা কাটাকাটি হয়। এরই জেত ধরে মধ্যরাতে আবারও ঝগড়াঝাটি এবং কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আমার স্ত্রী মলেকা বেগমকে ব্যাপক ভাবে লাথি উস্টা চর থাপ্পর দিয়ে মারধোর শুরু করে পুত্রবধু আখি বেগম। নির্যাতনের মুখে আমার স্ত্রী মারা গেলে তাকে আখি বেগম রশি দিয়ে আমগাছে ঝুলিয়ে রাখে। বিষয়টি আমি পুলিশকে জানাই। পুলিশ শনিবার সকালে এসে লাশ উদ্ধার করে। নিহতের দেবর আনোয়ার হোসেন জানান, রাত ১টার দিকে ভাতিজা মাসুম মিয়া আমার বাড়িতে এসে বলে চাচা মা তো মারা গেছে। এসময় সে একটি লাঠি নিয়ে তার স্ত্রীকে মারার জন্য খুঁজতে থাকে। আমরা গিয়ে দেখি লাশ আমগাছে ঝোলানো। নিহতের পুত্র মাসুম মিয়া জানান, আমি আমার মায়ের জন্য কোনো কিছু আনলে আমার স্ত্রী সেটা কোনোভাবেই সহ্য করত না। এ নিয়ে আমাদের মধ্যে খুব ঝগড়া হতো কথা এবং কথা কাটাকাটি হতো। আমি মাকে কিছু দিতে গেলেই সে গালিগালাজ করত, ঝগড়া করত। আমার শাশুরি বলতো মায়রে নিয়া খাও আবার বিয়া করছো কেন.? লাশ উদ্ধারকারী কোতয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, লাশের শরীরের বিভিন্নস্থানে ৬টি মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা নির্যাতন করে মেরে ফেলার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহদের স্বামীর কথা একটি ইউডি মামলার সূত্র ধরে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

খাবার চাওয়ায় শাশুড়িকে মেরে তার লাশ গাছে ঝুলিয়ে রাখল পুত্রবধূ

By SHAMIM LEM →
গত ৫ জুন খালেদা জিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। নিকটাত্মীয়রা বলেছেন, তিনি তিন সপ্তাহ যাবৎ ভীষণ জ্বরে ভুগছেন যা কোনোক্রমেই থামছে না। চিকিৎসা বিদ্যায় যেটিকে বলা হয় টিআইএ (ট্রানজিয়েন্ট স্কীমিক এ্যাটাক)। বেগম জিয়ার দুই পা এখনো ফুলে আছে। তিনি তার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছেন না। শুক্রবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিকটাত্মীয়রা তার সঙ্গে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের জন্য গিয়েছিলেন। সাক্ষাৎ শেষে তারা দেশনেত্রী সম্পর্কে যে বর্ণনা দেন তা শুধু মর্মস্পর্শীই নয়, হৃদয়বিদারক। সরকারের জিঘাংসার কষাঘাতের তীব্রতা যে কত ভয়াবহ সেটি বোঝা যাবে শুধুমাত্র বেগম জিয়ার প্রতি অমানবিক আচরণের মাত্রা দেখলেই। এদিকে রিজভী বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আমি যে কথাগুলি বললাম তা সম্পূর্ণরূপে সত্য-এ চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, তার অসুস্থতা নিয়ে ইতিপূর্বেও যে কথাগুলো বলা হয়েছে তা নিয়ে ব্যবস্থা গ্রহণ হলে তার স্বাস্থ্যের এতটা অবনতি হতো না। সরকারের ইচ্ছাকৃত অবহেলা ও উদাসীনতার কারণে বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়নি।   বিএনপির এ মুখপাত্র বলেন, সরকার এক অশুভ উদ্দেশ্য নিয়েই বেগম জিয়ার সুচিকিৎসায় বাধা প্রদান করছে। সরকারের অভিপ্রায় নিয়ে জনগণের মধ্যে প্রবল সংশয়ের সৃষ্টি হয়েছে যে, আসলে বিএনপি চেয়ারপার্সনকে নিয়ে সরকার কী করতে চায়? রিজভী অবিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সরকারের সকল অমানবিক অবিচারের জন্য দায়ী থাকতে হবে-বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গত ২১ মে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার স্বরাষ্ট্র সচিব বরাবরে আবেদন করেছিলেন জানিয়ে রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চারজন চিকিৎসককে কারাগারে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। কিন্তু এ বিষয়ে বারবার তাগিদ দেয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। এতে মনে হয় সরকার এবং সরকার প্রভাবিত প্রশাসনযন্ত্র বেগম জিয়াকে নিয়ে কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

খালেদা জিয়া সেদিন কেন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন.?

By SHAMIM LEM →



গানের কপিরাইট সংক্রান্ত নিয়ে আসিফ আকবরের সাথে শফিক তুহিন ও প্রীতমের সমস্যা হয়েছে। কিন্তু আসিফকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায়। আসিফের ভক্তরা বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন। কপিরাইট আইনে তো কখনো গ্রেপ্তার হয় না। তাহলে আমাদের প্রিয় শিল্পীকে কেন গ্রেপ্তার করা হলো. ? আর মামলা কেন হলো? শফিক তুহিন ৫৭ ধারায় মামলা করলেন কেন? এমন সব প্রশ্নে সোশ্যাল মিডিয়া তোলপার। ঘটনার সূত্রপাত চ্যানেল টোয়েন্টিফোরের একটি অনুসন্ধানী প্রতিবেদনকে ঘিরে। চ্যানেলটির 'সার্চলাইট' নামের একটি অনুষ্ঠান রয়্যাল্টির টাকা কোথায় যায় এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে যেখানে দেখা যায় আসিফ আকবর ৬১৭টি গান গীতিকার-সুরকারসহ সবার পক্ষে সাক্ষর করে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিক্রি করেছেন। এই ভিডিও শেয়ার করে বেশ ক'জন শিল্পী প্রতিবাদ জানান। যার মধ্যে শফিক তুহিনও একজন। এরপর আসিফ 'সার্চলাইট' এর প্রতিবেদনের ব্যাখ্যা দিতে এসে ফেসবুক লাইভে শফিক তুহিন প্রীতমসহ বেশ কজন সঙ্গীত সংশ্লিষ্টদের বিরুদ্ধে পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে কথা বলেন। শফিক তুহিন  বলেন, এটা ছিল মানহানির মামলা। ৫৬(২) ধারার মামলা ছিল। যেটা পরে আইটি মামলা হিসেবে গৃহীত হয়। এই বক্তব্যকে উদ্ধৃতি করে শফিক তুহিন আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় মানহানির মামলা করেন। শফিক তুহিনকে কী বলেছিলেন আসিফ?   আসিফ তাঁর অফিসিয়াল ফেসবুক পেইজের লাইভে এসে বলেন, শফিক তুহিন হচ্ছে ইন্ডাস্ট্রির সবচেয়ে নোংরাতম কীট। এখন এদেরকে শায়েস্তা করতে হবে। শফিক তুহিনের ইতিহাসের শেষ নাই। শুধু বলবো- নষ্ট, নোংরা, সাইকো, অসভ্য একটা ছেলে। এদেরকে যেখানে পাবেন, ফেসবুকে হোক হোক আর ভার্চুয়াল মিডিয়া যেখানে পাবেন প্রতিহত করবেন। তাদেরকে প্রতিহত করবেন। শফিক তুহিনের ভাষ্য, এরপর থেকেই তাকে ক্রমাগত হত্যার হুমকি দিচ্ছিল অজ্ঞাত ব্যক্তিরা। যার কারণে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন। আসিফ বলেন, শফিক তুহিনের বড় ভাই তুফান। তাদের আব্বা দর্শনার কেরু কম্পানিতে কাজ করতেন। সেখানেই তারা বড় হয়েছেন। গীতিকার প্রদীপ সাহা অন্ধ হয়ে গেছেন শফিক তুহিনের কেনা কমদামি স্পিরিট খাওয়ার কারণে। শফিক তুহিনের পরামর্শেই তার এই অবস্থা হয়। ওরা প্রদীপ সাহার কাছ থেকেই খেত। ওরা নিজের টাকায় কোনওদিন মদ খেয়েছে কিনা আমি জানি না। আসিফ বলেন, প্রকাশ্য দিবালোকে তাকে জুতাপেটা করা হয়েছিল একটি মেয়ে কী পরিমাণ বাধ্য হলে এ কাজ করে। আসিফ ভিডিওতে বলেন , শফিক তুহিন ও প্রীতম আহমেদ আমার নামে প্রচারণা চালাচ্ছেন যে আমি নাকি তাদের ১০০ কোটি টাকা মেরে দিয়েছি। এরপরই তিনি বলেন, প্রীতমের অনেক তথ্যই জানি আমি, আমার কাছে প্রীতম কোথা থেকে মাদক কিনতো সেই খবরও আছে। সেসব পুরনো কথা টানতে চাই না। এছাড়াও সঙ্গীতশিল্পী প্রীতমেরও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা তাঁর বিরুদ্ধে কথা বলেন আসিফ। শফিক তুহিন আসিফের বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে গণমাধ্যমকে বলেন, যেসব কথা আসিফ বলেছে। আমি সেসব শুনে অসুস্থ হয়ে পড়েছি। তার ভক্তদের উস্কে দেওয়া হয়েছে আমাকে প্রতিহত করার জন্য। ক্রমাগত আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। বিভিন্নজন ফোন করে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি সাধারণ নাগরিক হিসেবে আইনের আশ্রয় নিয়েছি। তবে আসিফের এই গ্রেপ্তারকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন ভক্তরা। গ্রেপ্তারের প্রতিবাদে বেশ ক'জন সঙ্গীতশিল্পী ক্ষোভ প্রকাশ করেছেন। একইসাথে তাঁরা আসিফের দ্রুত মুক্তি কামনা করেছেন। এদিকে সঙ্গীত পরিচালক শওকত আলি ইমন বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, একইসাথে এইসময়ে  জেষ্ঠশিল্পীদের পাশে চেয়েছেন।

৫৭ ধারায় কেন আসিফকে গ্রেপ্তার করা হয়েছিল?

By SHAMIM LEM →


সবারই কিন্তু জানা ১ দিন =২৪ ঘণ্টা। যদি এমন হয় ২৫ ঘণ্টায় ১ দিন। বিষয়টি বিস্ময়ের কারণ হলেও সত্যিই এমনটাই হতে চলেছে আগামী দিনগুলোতে ।

বাড়ছে দিনের পরিমাপ! আর ২৪ ঘণ্টায় ১দিন হবে না, ১ দিন হবে ২৫ ঘণ্টায়। খবরে বলা হয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসন’র গবেষকরা এমন তথ্য জানিয়েছেন।

গবেষকরা বলছেন, ১০০ কোটি বছর আগে পৃথিবীতে দিনের মাপ ছিল ১৮ ঘণ্টা। ক্রমে সেই মাপ বেড়ে পৌঁছেছে ২৪ ঘণ্টায়। আর আগামীতে হতে চলেছে ২৫ ঘণ্টায়। যার ফলে দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। ইয়াহু নিউজ।

সামনে থেকে ২৫ ঘণ্টায় হবে একদিন!

By SHAMIM LEM →
ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করতে এক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও এবার পোস্ট করার সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এরই মাধ্যমে ফিউচারটি চালুর জন্য কাজও শুরু করে দিয়েছে ছবি বিনিময়ের অ্যাপটি। তবে ইনস্টাগ্রামের আলাদা কোনো বিভাগে নাকি মূল ফিডে ফিচারটি যুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইনস্টাগ্রামে বর্তমানে সর্বোচ্চ এক মিনিটের ভিডিও বন্ধুদের কাছে পাঠানো যায়। সূত্র : মেইল অনলাইন

এবার এক ঘণ্টার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে

By SHAMIM LEM →
গত ১৪ মে থেকে সকল জি-মেইল গ্রাহক ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান থেকে শুরু করে অন্যান্য সুবিধা পাবেন। জি-ইমেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে কোনো রকম বিড়ম্বনা ছাড়া । সেই সঙ্গে নোটিফিকেশনও ইন্টারনেট সংযোগ ছাড়াই আসবে। ২০০৪ সালে সেবা দেওয়া শুরু করেছে জি-মেইল। এর ১৪ বছর পর এসে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেই জি-মেইল কর্তৃপক্ষ। ডেস্কটপে ক্রোম (ভার্সন ৬১) ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। এই ভার্সন ছাড়া গুগল ক্রোমের কাছাকাছি অন্য ভার্সন ব্যবহারকারীরাও  সেই সুযোগ পাবেন। এজন্য শুধু মাত্র একবার ইন্টারনেট সংযোগ দেওয়ার পর পরবর্তী সময়ে আর ইন্টারনেট সংযোগ লাগবে না। সে ক্ষেত্রেও স্বাভাবিকভাবে মেইল আদান-প্রদান করা যাবে ইন্টারনেট ছাড়াই।

জি-মেইল এবার ইন্টারনেট ছাড়াই কাজ করবে !

By SHAMIM LEM →

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকার রেলওয়ে ব্রিজের নিচ থেকে সাব্বির ( ৩৩) সোহান (৩৫) এবং ইদ্রিস(৪২)নামে তিনটি লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, নিহত সাব্বিরের বিরুদ্ধে মাদক আইনে বারটি ইদ্রিস আলীর বিরুদ্ধে আটটি ও সোহানের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তবে কি কারনে কে বা কারা তাদের হত্যা করেছে এখনও তা নিশ্চিত নয় পুলিশ। ০৫ জুন, মঙ্গলবার বেলা আনুমানিক ১০:৪৫ মিঃ সময় তাদের লাশ উদ্ধার করা হয়।ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়,স্থানীয়রা তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিন মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

By SHAMIM LEM →
নাম রুমি আক্তার, কিন্তু তিনি ইয়াবা সুন্দরী হিসেবে পরিচিত মানিকগঞ্জে, ইয়াবার ব্যবসা করতে গিয়ে গতকাল ডিবি পুলিশের হাতে নাতে ধরা খান। তাকে এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকা থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়।  ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা হয় গঙ্গাধরপট্টি এলাকার অরুনা বিশ্বাসের ভাড়া বাড়ি থেকে। তাদের এসময় ইয়াবা বিক্রির ২ লাখ ৩২ হাজার ৯০০ টাকা ও ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুমি আক্তার টাঙ্গাইলের টেংরীপাড়া গ্রামের মুকুল কাজীর মেয়ে ও ব্ল্যাক রাজুর সাবেক স্ত্রী। ব্ল্যাক রাজু মানিকগঞ্জের আরেক কুখ্যাত মাদক ব্যবসায়ী । অন্য দুই আসামি হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামের কাজিম মোল্লার ছেলে সোহেল মোল্লা এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের আতিকুর রহমান সুমন।

ইয়াবা বিক্রি করতে গিয়ে যেভাবে গ্রেপ্তার হলেন এক সুন্দরী

By SHAMIM LEM →

আর মাত্র ৭ দিন পরেই রাশিয়া বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপে উঠেছে মিশর।  বিশ্বকাপে উঠেই ‘বুড়ো’ তকমাটা পেতে যাচ্ছেন মিশরের ফুটবলার এশেম আল হাদেরি। এবার যখন ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ খেলতে মিশর নামছে , এই হাদেরিই দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। মিশরের গোলকিপার এশেম আল হাদেরির  জন্ম ১৯৭৩ সালের ১৫ জানুয়ারি। এই বিশ্বকাপে যেদিন তিনি মাঠে নামবেন, সেদিন তার বয়স হবে ৪৫ বছর পাঁচ মাস।  তিনিই হবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। মজার ব্যাপার ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় ‘বুড়ো’ ফুটবলার রাফায়েল মারকেজের সঙ্গেও হাদেরিই বয়সের পার্থক্য ছয় বছর! তা ছাড়া সেনেগাল কোচ আলিও সিসে, সার্বিয়া কোচ ম্লাদেন ক্রিস্টাইজ ও বেলজিয়াম দলের দায়িত্বে থাকা রবার্তো মার্টিনেজের চেয়েও বয়সে বড় এই হাদেরি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন কলম্বিয়ার ফারিড মনড্রাগনের। ব্রাজিল বিশ্বকাপে ৪৩ বছর বয়সে খেলেছিলেন তিনি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় যিনি

By SHAMIM LEM →