সবারই কিন্তু জানা ১ দিন =২৪ ঘণ্টা। যদি এমন হয় ২৫ ঘণ্টায় ১ দিন। বিষয়টি বিস্ময়ের কারণ হলেও সত্যিই এমনটাই হতে চলেছে আগামী দিনগুলোতে ।
বাড়ছে দিনের পরিমাপ! আর ২৪ ঘণ্টায় ১দিন হবে না, ১ দিন হবে ২৫ ঘণ্টায়। খবরে বলা হয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসন’র গবেষকরা এমন তথ্য জানিয়েছেন।
গবেষকরা বলছেন, ১০০ কোটি বছর আগে পৃথিবীতে দিনের মাপ ছিল ১৮ ঘণ্টা। ক্রমে সেই মাপ বেড়ে পৌঁছেছে ২৪ ঘণ্টায়। আর আগামীতে হতে চলেছে ২৫ ঘণ্টায়। যার ফলে দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। ইয়াহু নিউজ।
No Comment to " সামনে থেকে ২৫ ঘণ্টায় হবে একদিন! "