Browsing Category "খেলাধুলা"

Browsing "Older Posts"


আর মাত্র ৭ দিন পরেই রাশিয়া বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপে উঠেছে মিশর।  বিশ্বকাপে উঠেই ‘বুড়ো’ তকমাটা পেতে যাচ্ছেন মিশরের ফুটবলার এশেম আল হাদেরি। এবার যখন ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ খেলতে মিশর নামছে , এই হাদেরিই দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। মিশরের গোলকিপার এশেম আল হাদেরির  জন্ম ১৯৭৩ সালের ১৫ জানুয়ারি। এই বিশ্বকাপে যেদিন তিনি মাঠে নামবেন, সেদিন তার বয়স হবে ৪৫ বছর পাঁচ মাস।  তিনিই হবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। মজার ব্যাপার ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় ‘বুড়ো’ ফুটবলার রাফায়েল মারকেজের সঙ্গেও হাদেরিই বয়সের পার্থক্য ছয় বছর! তা ছাড়া সেনেগাল কোচ আলিও সিসে, সার্বিয়া কোচ ম্লাদেন ক্রিস্টাইজ ও বেলজিয়াম দলের দায়িত্বে থাকা রবার্তো মার্টিনেজের চেয়েও বয়সে বড় এই হাদেরি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন কলম্বিয়ার ফারিড মনড্রাগনের। ব্রাজিল বিশ্বকাপে ৪৩ বছর বয়সে খেলেছিলেন তিনি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় যিনি

By SHAMIM LEM →


বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ভারতের বাংলা ছবিতে অভিনয় করবেন। ছবির নাম ‘শর্টকাট’। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে খবরটি। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী গল্প লেখেন। তাঁর লেখা গল্প নিয়ে বই বেরিয়েছে। এবার তাঁর গল্প নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। গল্পের নাম ‘শর্টকাট’। ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। তিনি দূরদর্শনের সঙ্গে জড়িত আছেন দীর্ঘদিন। এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র পরিচালনা করেছেন। এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করছেন। ছবিটিতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন আর বাংলাদেশের অপু বিশ্বাস ও অরিন। ‘শর্টকাট’ ছবি তৈরি করছে কলকাতার তৃণা ফিল্ম। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন নচিকেতা। নিজের লেখা গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে, তা নিয়ে দারুণ খুশি নচিকেতা। বললেন, ‘সিনেমায় যে যে উপাদান থাকা প্রয়োজন, তার সবই আছে এই গল্পে। ছোট গল্প। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়ে-পিটে নিতে। সুবীর কত ভালো ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভালো। তাই গল্পটা ওকেই দিলাম।’ এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থসামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’। বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আপাতদৃষ্টিতে দুজনের অবস্থান আলাদা হলেও তাদের দুজনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। তারা পরিস্থিতি থেকে বের হতে পারে কি না, তাই নিয়ে ছবির গল্প। সুবীর মণ্ডল বললেন, ‘আমাদের সবার মধ্যেই একটা শর্টকাট নেওয়ার প্রবণতা আছে। পরিণতিতে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। আমাদের ছবি তেমনি একটি গল্প নিয়ে।’ আর নচিকেতা বললেন, ‘কলকাতাকে আমরা যেভাবে দেখি, সেটাই তো শহরের আসল রূপ নয়। গভীরে গভীরে অনেক স্তর রয়েছে। বাংলা ছবিতেও সেগুলো উঠে আসেনি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে সেগুলো দর্শক জানতে পারবেন।’

বাংলাদেশের অপু বিশ্বাস কলকাতার ছবিতে

By SHAMIM LEM →

নিজেকে ফ্রেশ ও সুন্দর দেখাতে সেলুনে যান আপনি। কিন্তু জানেন কি এই সেলুন থেকে হতে পারে বিপত্তি। কমিউনাল এরিয়ার মতো আপনার স্থানীয় সেলুন থেকেও আপনি ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। তাই এ বিষয়ে সচেতন হতে হবে আপনাকে।

আসুন জেনে নেই কীভাবে সেলুন থেকে হতে পারে ইনফেকশন।

চিরুনি, কাঁচি ও রেজার ডার্মাটোলজিক, এমওএইচএস, কসমেটিক ও লেজার সার্জারির ডার্মাটোলজিস্ট অ্যান্থনি এম. রসি বলেন, ‘ফলিকিউলিটিস হচ্ছে, চুলের গ্রন্থিকোষের প্রদাহ যা অধিকাংশ ক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা হয়ে থাকে। এটি দেখতে ছোট সাদা ব্রণের মতো (পুঁজে পূর্ণ থাকে)।’ এটি সাধারণত স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, যা সাধারণত যথাযথভাবে স্যানিটাইজ করা হয়নি এমন চিরুনি, কাঁচি অথবা রেজারের মাধ্যমে ছড়াতে পারে। চুলকানি সেলুনে ব্যবহৃত চিরুনি বা রেজারকে লিকুইড সল্যুশন অথবা তরল দ্রবণে দিলে যন্ত্রপাতি জীবাণুমুক্ত হয়।
আর যদি তা না করা হয় তবে আপনার বারবার’স ইচ হতে পারে।বারবার’স ইচ হচ্ছে একপ্রকার ফলিকিউলিটিস, যা জীবাণুমুক্ত করা হয়নি এমন ইনস্ট্রুমেন্ট থেকে সংক্রমিত হওয়ার পর আপনার বিয়ার্ড এরিয়া অথবা স্কাল্পে ডেভেলপ হতে পারে। ব্যাকটেরিয়া চুলের গ্রন্থিকোষে আক্রমণ করে, যার ফলে রেড বাম্প ও পুঁজযুক্ত ব্রণ বা ফুসকুড়ি ওঠতে পারে এবং তারা চুলকানি হতে পারে। চুল পড়া সেলুনে ভালোভাবে স্যানিটাইজ করা হয়নি এমন চিরুনি বা টাওয়েলের মাধ্যমে এটি ছড়াতে পারে এবং তীব্র ক্ষেত্রে এটি স্থায়ী দাগ ও চুল পড়ার কারণ হতে পারে। টিনি ক্যাপিটাইসের চিকিৎসায় প্রায়ক্ষেত্রে ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রয়োজন হয়। ইম্পিটিগো ইম্পিটিগো হচ্ছে, একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন যা প্রধানত স্টাফ অথবা স্ট্রেপ ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে।
এটি অল্পবয়সী ছেলেমেয়েদের মধ্যে অধিক কমন হলেও আপনার যেকোনো বয়সে এটি হতে পারে এবং এটি
ছড়ানোর সর্বাধিক কমন মাধ্যম হচ্ছে- ত্বক থেকে ত্বকের সংস্পর্শ, কাপড় অথবা টাওয়েল। টিটেনাস টিটেনাসের কথা বললে আপনি মরচে ধরা কোনো ধাতব বস্তুতে শরীরের কোনো অংশ কেটে যাওয়া অথবা বিদ্ধ হওয়ার কথা ভাবতে পারেন, কিন্তু সেলুনের জং-ধরা যন্ত্রপাতির মাধ্যমেও আপনার টিটেনাস হতে পারে। হার্পিস আপনি কি ম্যানস্কেপিং করতে আগ্রহী? যদি আপনি ওয়াক্সিং করতে চান, তাহলে বলা প্রয়োজন যে এ বিষয়ে আপনার সতর্ক থাকার প্রয়োজন আছে।

সেলুন থেকে হতে পারে ইনফেকশন

By SHAMIM LEM →


কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দাখিল করেন তার আইনজীবী মাসুদ রানা

বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর ২-১ দিনের মধ্যে শুনানি হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী। মাসুদ আরও জানান, ২০-দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেফতার দেখানোপূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নামঞ্জুর করে ৮ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিনসহ আবেদন করেন খালেদা জিয়া। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

খালেদার জামিন আবেদন, কুমিল্লার এক মামলায়!

By SHAMIM LEM →
নোয়াখালির সদর উপজেলায় মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে সদর উপজেলায় মাদক ব্যবসায়ীদের দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মনিরুভ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মনিরুল নোয়াখালীতে থাকা মৃত আহসান আলীর ছেলে। ঘটনাস্থল থেকে দুই শতাধিক ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, ভোরে হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় মাদক ব্যবসায় জড়িত দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরুল ইসলাম অপু নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

নোয়াখালীতে মিলল গুলিবিদ্ধ লাশ, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী

By SHAMIM LEM →
স্বাস্থ্যসেবার গুণগতমানের দিক দিয়ে মুসলিম বিশ্বের শীর্ষে অবস্থান করছে কাতার। বিশ্বের অন্যতম প্রাচীন মেডিকেল জার্নাল দ্য লানসেটের এক গবেষণা জরিপে এ চিত্র উঠে এসেছে। বুধবার প্রকাশিত ওই জরিপে দেখা গেল স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে কাতারের অবস্থান ৪১। এরপরই রয়েছে কুয়েতের অবস্থান (৪৪)। আর বাংলাদেশের অবস্থান ১৩৩। এছাড়াও র‌্যাংকিংয়ে সৌদি আরবের অবস্থান ৫২তম। ব্রুনাই ৫৩ ও ওমান ৫৪তম অবস্থানে। আর সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক স্বাস্থ্যখাতেও পিছিয়ে নেই। র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৬০তম। অপরদিকে মধ্যপ্রাচ্যের বাহরাইন ৬৫তম অবস্থানে রয়েছে। আর ইরানের অবস্থান ৬৬তম। মুসলিম বিশ্বের আলোচিত লিবিয়া রয়েছে ৬৭তম অবস্থানে। জর্ডান ৭৪তম, তিউনিসিয়া ৭৭তম ও বিশ্বের ৭৮তম দেশ হিসেবে অবস্থান করছে কাজাখস্তান। ল্যানসেট ওই গবেষণায় আরও দেখা যায়, বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে সূচকের হিসেবে স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। আর সবার নিচে রয়েছে সেন্টার আফ্রিকান রিপাবলিকান। তালিকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা ও গুণগতমানে দ্বিতীয় হচ্ছে নরওয়ে, তৃতীয় নেদারল্যান্ড, চতুর্থ লুক্সেমবার্গ, পঞ্চম অস্ট্রেলিয়া, ষষ্ঠ অবস্থানে ফিনল্যান্ড, সপ্তম সুইজারল্যান্ড, অষ্টম সুইডেন, নবম ইতালি, দশম এনডোরা। পরে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড, জাপান, অস্ট্রিয়া, কানাডা, বেলজিয়াম, নিউজিল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্পেন, ফ্রান্স এবং ২০তম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। চীনের অবস্থান ৪৮তম ও শ্রীলংকা রয়েছে ৭১তম অবস্থানে। বাংলাদেশ ১৩৩তম ও ভুটান ১৩৪তম। নেপালের ১৪৯তম, পাকিস্তান ১৫৪তম ও আফগানিস্তান হচ্ছে ১৯১তম। কিন্তু এদের চেয়ে ভালো অবস্থানে ভারত। সূচকে পর্যায়ক্রমে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে আফ্রিকান প্রজাতন্ত্র ১৮.৬ পয়েন্ট, সোমালিয়া ১৯.০ পয়েন্ট, গিনি বিসু ২৩.৪ পয়েন্ট, চাদ ২৫.৪ পয়েন্ট ও আফগানিস্তান ২৫.৯ পয়েন্ট। উল্লেখ্য, গত বছরের ১৯ মে বিশ্বের ১৯৫টি দেশের The Health care Access and Quality Index র‌্যাংকিং প্রকাশ করে। যাতে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম ও স্কোর ৫২। আর আমাদের চেয়ে অনেক পিছিয়ে ছিল প্রতিবেশী দেশ ভারত। তাদের অবস্থান ১৫৪তম ও স্কোর ৪৫। পাকিস্তানের অবস্থান ১৬০তম ও স্কোর ৪৩। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে ছিল শ্রীলংকা। তাদের অবস্থান ৮৫তম ও স্কোর ৭৩। আর গত বছর র‌্যাংকিংয়ে সবার ওপরে রয়েছে সুইজারল্যান্ড। এরপরেই যথাক্রমে অবস্থান করছে সুইডেন ও নরওয়ে। ১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে দেশগুলোর চিকিৎসাসেবার মানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

স্বাস্থ্যসেবায় মুসলিম বিশ্বের সেরা কাতার

By SHAMIM LEM →
সন্দেহ দানা বেঁধেছিল আগেই। প্রয়োজনীয় প্রমাণ জোগাড় করে মাঠে নামে পুলিশ। অবশেষে আজ শনিবার সকালে পুলিশি জেরার মুখে আইপিএল জুয়ায় জড়িত থাকার কথা নিজমুখে স্বীকার করে নিলেন আরবাজ খান। সালমান খানের ভাইয়ের এই স্বীকারোক্তিতে আলোড়ন তৈরি হয়েছে দেশটির ক্রিকেট ও বলিউড অঙ্গণে। পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে বলিউডের আরও বেশ কিছু বড় নাম। ১৫ মে মুম্বাই থেকে চার বুকিকে গ্রেফতার করেছিল থানে পুলিশ। যার মধ্যে ছিল বুকি দলের প্রধান সোনু জালান। জেরার মুখে সোনু স্বীকার করে, আরবাজ খানও তাদের সঙ্গে আইপিএল জুয়া খেলায় জড়িত। আরবাজের সঙ্গে তার প্রায় পাঁচ বছর ধরে যোগাযোগ রয়েছে। তারপরই থানের অপরাধ দমন শাখা থেকে আরবাজকে ডেকে পাঠানো হয়। শনিবার সকালে সোনু ও আরবাজকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়েন আরবাজ। স্বীকার করে নেন, আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে তিনি জড়িত ছিলেন। এছাড়া বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও জুয়া করার কথা স্বীকার করেন সালমানের ভাই। জানা গেছে, আইপিএল জুয়ায় ২ কোটি ৮০ লাখ রুপি হারিয়েছেন আরবাজ। সেই টাকা আদায়ের জন্য বুকি সোনুর কাছ থেকে হুমকিমূলক ফোনও পাচ্ছিলেন বলিউড তারকা।

ব্রেকিং নিউজঃ আবারো মহাবিপদে সালমানের পরিবার! ফেঁসে গেছেন বলিউড মহাতারকা সালমান খানের ভাই আরবাজ খান

By SHAMIM LEM →

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ফেরিওয়ালা তিনি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটের জনপ্রিয়তায় তার অবদান কম নয়। তাকে ছাড়া ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাবাই যেত না। কিন্তু বয়স বেড়ে যাওয়া গেইলের ব্যাটের ধার অনেকটাই কমে গেছে। সদ্য শেষ হওয়া আইপিএলে দল পেতে ব্যাক পেতে হয় ক্যারিবীয় এই ব্যাটিং দানবকে।শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল খেলার সুযোগ পেলেও নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেননি।১১ ম্যাচে ক্যারিবিয়ান এ ওপেনার ৩৬৮ রান করেন। প্রথম কয়েকটা ম্যাচে অসাধারণ খেললেও পরের ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননিক্রিস গেইল।
ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আইপিএল প্রীতির কথা জানিয়েগেইল বলেন, আইপিএল হলোপৃথিবীর অন্যতম সেরা টুর্নামেন্ট।

পৃথিবীর সেরা টুর্নামেন্ট আইপিএল: ক্রিস গেইল

By SHAMIM LEM →

বাংলাদেশ দল ভারতের দেরাদুনে পৌঁছার পরেরদিন প্রথম অনুশীলন সেরে নিয়েছে। সেই দলে ছিলেন না অধিনায়ক। ভারতে লম্বা আইপিএল মৌসুম কাটিয়ে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র। একদিন বাড়তি অনুশীলনের চেয়ে তাই বিশ্রামটাই ছিল বেশি জরুরি। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে আগেই ফেভারিট মেনে নিয়েছেন সাকিব। নিজেদের সম্ভাবনা দেখছেন। অধিনায়ক ভালো করতে চান সিরিজের শুরুটা। ‘আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচ ধরে এগোনোর। প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো শুরু করতে পারি, পরের দুই ম্যাচ তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে, বলেছেন সাকিব। দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার সকালে রওনা হলেন অধিনায়ক সাকিব। বলে গেলেন একটি দুর্ভাবনার কথাও। আফগানিস্তান সিরিজে পাচ্ছেন না দলের সেরা বোলারকে। বাংলাদেশ দল ভারতে যাওয়ার আগের দিন পায়ের আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। টি ২০তে মোস্তাফিজের চারটি ওভার অধিনায়কের অনেক বড় ভরসার জায়গা। চারটি ওভার নিয়ে অনেকটা নিশ্চিন্ত থাকাই শুধু নয়, বোলিং আক্রমণের পরিকল্পনাও সাজানো হয় এই বাঁ-হাতি পেসারকে ঘিরে।মুস্তাফিজের চার টি ওভার না থাকার কারনে চাপের মুখে পড়তে পারেন বাংলাদেশ। সেই পরিকল্পনায় ধাক্কা লেগেছে মোস্তাফিজের চোটে, অধিনায়কের অকপট স্বীকারোক্তি। তবে বরাবরই ইতিবাচক সাকিব এটিকে দেখছেন অন্যদের জন্য বড় সুযোগ হিসেবে। ‘স্বাভাবিকভাবেই একটু সমস্যা হবে। সে আমাদের দলের সেরা টি ২০ বোলার। তাকে ছাড়া কাজটা একটু কঠিন হবে। তবে ওর না থাকা কিন্তু অন্যদের জন্য একটি সুযোগ। ওর বদলে যে সুযোগ পাবে, সে যেন তা ভালোভাবে কাজে লাগাতে পারে। আমি মনে করি, অন্য কারও জন্য নিজেকে মেলে ধরার বড় সুযোগ এটি।’ অধিনায়কের সঙ্গে এদিন ভারতে রওনা হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। মোস্তাফিজকে হারানোর আক্ষেপ শোনা গেল তার কণ্ঠেও, ‘অবশ্যই ওকে মিস করব আমরা। এই সংস্করণে আমাদের নিয়মিত বোলার ও। মাত্রই আইপিএল খেলে এসেছিল, ভারতে সেই অভিজ্ঞতা কাজে লাগত। সেটা মিস করব। তারপরও আশা করি অন্যরা ভালো করবে। দল খুব ভালো অবস্থানে আছে। গতকাল ওখানে ওরা অনুশীলন করেছে। আশা করি, সিরিজটায় আমরা ভালো করব।

মোস্তাফিজ না থাকায় পোড়াচ্ছে সাকিবকে

By SHAMIM LEM →

ছেলের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোকে দেখতে চান তার মা। একটি ফরাসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে রোনাল্ডোর মা বলেন, ‘আমি প্যারিসকে ভালোবাসি। এখানে আসতে সবসময় ভালো লাগে। শেষবার রোনাল্ডো যখন ব্যালন ডি’অর জেতে, তখন এখানে এসে দারুণ অভ্যর্থনা পেয়েছিলাম।’ ম্যানইউতে ছেলেকে দেখলে খুশি হবেন দেলোরেস অ্যাভেইরা। ইতালি পত্রিকার দাবি, রোনাল্ডোকে পেতে ৫২০ কোটি ডলার খরচ করতে প্রস্তুত পিএসজি। বার্সেলোনায় এই অর্থই পেয়ে থাকেন লিওনেল মেসি। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই খবরের হাট খুলে বসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল ছাড়ার ইঙ্গিত দেয়ার পর সাজঘরে রামোসের ধমক খেয়ে চুপসে গেলেও রোনাল্ডোকে পেতে মরিয়া পিএসজি। যদি পিএসজিতে সই করেন রোনাল্ডো? এ প্রশ্নের জবাবে অ্যাভেইরার জবাব, ‘সে পিএসজিতে সই করলে আমার খারাপ লাগবে না। তবে যদি জিজ্ঞেস করেন তার কোথায় সই করা উচিত, তাহলে বলব ম্যানচেস্টার ইউনাইটেড।’ রোনাল্ডো পিএসজিতে যোগ দিলে দুটি সমস্যা। এক, তাকে নিলে নেইমারকে ছাড়তে হবে। ব্রাজিল তারকাকে আবার চাইছে রিয়াল। দুই, উয়েফার বিধিনিষেধের মারপ্যাঁচ। শোনা যাচ্ছে রিয়াল কর্মকর্তারা রোনাল্ডো এবং গ্যারেথ বেলকে বিক্রি করে নেইমারকে দলে নিতে চান। পর্তুগিজ তারকাকে ছেড়ে দিলে মার্কেটিং ও স্পন্সরশিপ নিয়ে চাপে পড়বে রিয়াল। সেই ক্ষতি রিয়াল পুষিয়ে উঠতে পারবে কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইউরোপের কয়েকটি ক্লাব। কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর রোনাল্ডো বলেন, ‘রিয়ালে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল।’ রোনাল্ডো এই ’ছিল’ নিয়েই প্রশ্ন ওঠে। এর মধ্যে আবার রিয়ালের নতুন মৌসুমের জার্সি উন্মোচন নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে আশ্চর্যজনকভাবে নেই রোনাল্ডো। তারপর থেকেই রিয়ালে তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জনই চলছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে রোনাল্ডোর দলবদল নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে।

রোনাল্ডোর মা ছেলেকে ম্যানইউতে দেখতে চান

By SHAMIM LEM →

দল আস্থা রেখেছিল তার ওপর। তিনি প্রতিদান দিয়েছেন অনেকটাই। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম মৌসুমে নিজের আইপিএল ক্যারিয়ারের সেরা মৌসুম কাটিয়েছেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট শেষে পেছন ফিরে তাকিয়ে তার একটিই অতৃপ্তি, আরেকটু ভালো করা যেত ব্যাটিংয়ে। ছয় মৌসুম কলকাতা নাইট রাইডার্সে খেলার পর সাকিব এবার প্রথমবার খেলেছেন অন্য দলে। নতুন দল, নতুন পরিবেশ। দায়িত্বও ছিল নতুন, সাকিব নিজেকে চিনিয়েছেন নতুন করে। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেটে তার নতুন করে চেনানোর আছে সামান্যই। অনেক দিন ধরেই বিশ্বের সেরা অলরাউন্ডার। তবে আইপিএলে নিজের মানে পারফর্ম করতে পারা বা সেই সুযোগ আগে খুব বেশি পাননি। একটা পর্যায়ের পারফরম্যান্স কলকাতার হয়েও প্রায় নিয়মিত ছিল। তবে ওই দলটির হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পেয়েছেন কম সময়ই। খুব একটা হতে পারেনি দলের অবিচ্ছেদ্দ অংশ। এবার যেখানে ছিল উল্টো। আইপিএল শুরুর কদিন পর দেশী সংবাদ ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, হায়দরাবাদ তাকে দল নেওয়ার পরপরই যোগাযোগ করেছে এবং তাকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে। দলের কাছে গুরুত্ব পেয়ে নিজের বাড়তি তাগিদের কথাও বলেছিলেন। টুর্নামেন্ট জুড়েও দেখা গেছে অধিনায়ক ও ম্যানেজমেন্টের আস্থা পেয়েছেন সাকিব। দলের সেই ভরসার প্রতিদান মিলেছে সাকিবের পারফরম্যান্সে। কলকাতার হয়ে দুইবার আইপিএল শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন সাকিব। তবে সাত মৌসুমে এই প্রথমবার খেললেন টুর্নামেন্টের সব ম্যাচ। ছিলেন হায়দরাবাদের ১৭ ম্যাচের সবকটিতে। দলে থিতু জায়গা পাওয়ায় পারফরম্যান্সেও ছিল ধারাবাকিতা। ব্যাটিং-বোলিং দুটিতেই সাকিব ছাড়িয়ে গেছেন নিজের আগের সেরা মৌসুমকে। এবার ২৪.৪ গড়ে ওভারপ্রতি ৮ করে রান দিয়ে সাকিব নিয়েছেন ১৪ উইকেট। আগের সেরা ছিল ২০১২ আইপিএলে ১২ উইকেট। উইকেট ১৪টি দেখে পুরোপুরি বোঝা যাবে না তার অবদান। বোলিং আক্রমণে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। রশিদ খানের সঙ্গে মিলে গড়েছিলেন দারুণ স্পিন জুটি। ব্যাটিংয়ে ১৩ ইনিংসে ২১.৭২ গড়ে ১২১.৩১ স্ট্রাইক রেটে করেছেন ২৩৯ রান। ২০১৪ আসরে ২২৭ রান ছিল তার আগের সেরা। অনেক ম্যাচেই তাকে ব্যবহার করা হয়েছে পাওয়ার প্লেতে। সেখানে রান আটকেছেন সাকিব, এনে দিয়েছেন উইকেট। মাঝের ওভারেও এনে দিয়েছেন ব্রেক থ্রু। অনেক ম্যাচেই চাপে ফেলেছেন প্রতিপক্ষকে। তবে সাকিবের আক্ষেপের জায়গা এই ব্যাটিংয়েই। আইপিএল ক্যারিয়ারে এবারই প্রথম ব্যাটিংয়ে অর্ডারে গুরুত্ব পেয়েছিলেন সাকিব। নিয়মিতই সুযোগ পেয়েছেন চার-পাঁচ নম্বরে ব্যাটিংয়ের। বেশ কয়েকটি ম্যাচে খুব ভালো শুরুও করেছেন। তার ২০-২২ রানের ইনিংসে জুটি গড়ে উঠেছে, দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। কিন্তু একটি ইনিংসও বড় করতে পারেননি। সর্বোচ্চ ছিল ৩৫। রানের দিক থেকে নিজের সেরা মৌসুম হলেও তাই রানের ঝুলি খুব ভারী নয়। সোমবার দুপুরে আইপিএল থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানালেন, এই অতৃপ্তি কাজ করছে তার ভেতরেও। “ভালোই কেটেছে আইপিএল। তবে আরও ভালো হতে পারত। এমনিতে দলের যে ফল হয়েছে তাতে সন্তুষ্ট। ব্যক্তিগত দিক থেকেও সন্তুষ্ট। একটা অতৃপ্তি আছে, সেটা হলো প্রায় প্রতি ম্যাচেই ভালো শুরু করার পরও রানটা বড় করতে পারিনি।” তবে সেই অতৃপ্তিকে সামনে নিতে চান না সাকিব। আইপিএল অভিযান শেষে এখন জাতীয় দায়িত্ব পূরণের পালা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ভারতেই। আইপিএল অভিজ্ঞতা আসছে সিরিজে কাজে দেবে, বলছেন সাকিব। “একই কন্ডিশন, একই জায়গায় খেলা। অবশ্যই কাজে আসবে আইপিএল অভিজ্ঞতা। যদিও দেরাদুনে আমাদের ম্যাচ ছিল না। তার পরও আমার ধারণা একইরকম হবে। ভারতে সাধারণত যে ধরণের উইকেট থাকে, তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। অবশ্যই কাজে লাগবে অভিজ্ঞতা।” অভিজ্ঞতা কাজে লাগানোর আগে অবশ্য দিন দুয়েক বিশ্রামে থাকবেন সাকিব। বাংলাদেশ দল দেরাদুনের উদ্দেশে ঢাকা ছাড়বে মঙ্গলবার, সাকিব যাবেন বৃহস্পতিবার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী রোববার।

এবার আইপিএলে সাকিবের অতৃপ্তি ব্যাটিং

By SHAMIM LEM →


মেসির ভবিষ্যত বাণী - লিওনেল মেসির ওপর ভর দিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা আছেন দারুণ ফর্মে। ক্লাব বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগার শিরোপা। অন্যদিকে দেশের জার্সি গায়ে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেমেই করলেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে হাইতির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টাইনদের স্বপ্নের সারথি মেসি জানিয়েছেন, তার দলই বিশ্বকাপের একমাত্র দাবিদার নয়। তার মতে, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স এবং স্পেনও বিশ্বকাপের ফেভারিট দল।


৯ জুন ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসি বাহিনী। তারপরই বিশ্বকাপ খেলতে রাশিয়ায় পাড়ি জমাবে তারা। ‘ডি’ গ্রুপের খেলায় ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপপর্বের অন্য দুই ম্যাচে ২১ জুন ক্রোয়েশিয়া ও ২৬ জুন নাইজেরিয়ার মুখোমুখি হবে দেশটি।

বুধবার বুয়েন্স আইরেসে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে যেটি তার ষষ্ঠ হ্যাটট্রিক। তবে এদিন নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোকে অতিক্রম করে মেসি এখন লাতিন অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। মেসির বর্তমান গোল ৬৪টি। অন্যদিকে রোনাল্ডোর গোল ৬২। মেসির সামনে আছেন কেবল আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তার গোল সংখ্যা ৭৭টি।দুর্দান্ত এই রেকর্ডের পর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেছেন, ‘আমরা সবাই এক উদ্দেশ্যেই রাশিয়া যাচ্ছি। আমাদের স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা। আমরা যদিও বিশ্বকাপের দাবিদার নই কিন্তু আমরা খুবই ভালো, প্রশিক্ষিত এবং প্রতিদিনই উন্নতি করছি। আমাদের অসাধারণ খেলোয়াড় আছে। যেকোনো দলের সাথে লড়াই করার সামর্থ্য আমাদের আছে।’

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচটাকে গুরুত্বপূর্ণ মনে করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ফলে প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া মেসি জানালেন, ‘বিশ্বকাপে বেশিরভাগ সময়েই যুক্তি কাজে আসে না। আমাদের প্রথম ম্যাচটি নিয়ে ভাবতে হবে। কারণ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচ জয় আমাদের মানসিক শান্তি দেবে।’

নিজেদের বিশ্বকাপ স্কোয়াড নিয়েও দারুণ আত্মবিশ্বাসী মেসি, ‘আমরা কি করতে যাচ্ছি তা নিয়ে আমাদের মধ্যে কোন সন্দেহ নেই। আমরা অসাধারণ একটি স্কোয়াড গড়তে যাচ্ছি, যেটা দল হিসেবে ও ব্যক্তি পর্যায়ে খুবই শক্তিশালী।তার মতে এবার বিশ্বকাপ এর দৌড়ে আর্জেন্টিনার পাশাপাশি এগিয়ে থাকবে ব্রাজিল, জার্মানি এবং ফ্রান্স।

সেমি-ফাইনাল খেলবে যে চার দল! মেসির ভবিষ্যত বাণী,

By SHAMIM LEM →