আর মাত্র ৭ দিন পরেই রাশিয়া বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপে উঠেছে মিশর। বিশ্বকাপে উঠেই ‘বুড়ো’ তকমাটা পেতে যাচ্ছেন মিশরের ফুটবলার এশেম আল হাদেরি। এবার যখন ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ খেলতে মিশর নামছে , এই হাদেরিই দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন। মিশরের গোলকিপার এশেম আল হাদেরির জন্ম ১৯৭৩ সালের ১৫ জানুয়ারি। এই বিশ্বকাপে যেদিন তিনি মাঠে নামবেন, সেদিন তার বয়স হবে ৪৫ বছর পাঁচ মাস। তিনিই হবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। মজার ব্যাপার ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় ‘বুড়ো’ ফুটবলার রাফায়েল মারকেজের সঙ্গেও হাদেরিই বয়সের পার্থক্য ছয় বছর! তা ছাড়া সেনেগাল কোচ আলিও সিসে, সার্বিয়া কোচ ম্লাদেন ক্রিস্টাইজ ও বেলজিয়াম দলের দায়িত্বে থাকা রবার্তো মার্টিনেজের চেয়েও বয়সে বড় এই হাদেরি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন কলম্বিয়ার ফারিড মনড্রাগনের। ব্রাজিল বিশ্বকাপে ৪৩ বছর বয়সে খেলেছিলেন তিনি।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No Comment to " ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় যিনি "