ইউটিউব মার্কেটিং ফুল কোর্স । ইসলামিক ইউটিউব চ্যানেলের জন্য এবং গরিব এবং এতিম [যাদের মা বাবা নেই ] (যাদের টাকা দিয়ে ডিভিডি কিনার সামর্থ নেই ) ইউটিউবারদের জন্য SHAMIM LEM ইউটিউব মার্কেটিং ডিভিডি টি সম্পুর্ন ফ্রি তে দেওয়া হবে ।
এবং সর্ব প্রথম ইসলামিক চ্যানেলের অওনারদের জন্য এবং গরিব ও মেধাবি সৎ লোকদের জন্য সফটওয়্যার টি তাদেরকে ফ্রিতে এক্টিভ করে দেওয়া হবে। তাদের জন্য টাকা বাধ্যতামুলক না তবে তারা চাইলে ডোনেশন দিতে পারে। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি খুব সহজেই ইউটিউব মার্কেটিং ফটোশপ প্রিমিয়ার প্রো ইডিটিং আফটার ইফেক্টস এনিমেশন ইত্যাদি শিখতে পারবেন। #YoutubeMarketing #YoutubeMarketingBangla #SHAMIMLEM
Refund Policy
রিফান্ড পলিসি গাইডলাইন শামীম লেম এর পেইড ইউটীউব মার্কেটিং কোর্স টি ক্রয় করার পর আপনি যদি মনে করেন এটি কিনার পর আপনার লস হয়েছে এই কোর্স এ যা কিছু আছে তা আপনি জানেন । এই কোর্স টি আপনার কোন প্রয়োজন নেই তাহলে এই কোর্স টি ক্রয় করার পর তিন ঘন্টার মধ্যে আপনাকে মেইল করে জানাতে হবে যে এই কোর্স টি আপনি করতে চাননা টাকা ফেরত পেতে চান। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আপনি কোর্স টি কিনার পর তিন ঘন্টার মধ্যে আমাদের মেইল করেছেন কিনা যদি তিন ঘন্টার মধ্যে মেইল না করেন তাহলে টাকা ফেরত দেওয়া হবেনা । আর যদি তিন ঘন্টার মধ্যেই মেইল করেন তাহলে আপনাকে আপনার টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং আপনার সাথে যোগাযোগ করা হবে। উপরের এই গাইড লাইন টি আপনার জানা অনেক জরুরি । আমাদের মেইল এড্রেসঃ shamimtech@yahoo.com Software Details: ইঊটিউব মার্কেটিং পেইড ডিভিডিঃ আপনারা জানেন যে আমি একটি পেইড ইউটিউব মার্কেটিং ডিভিডি তৈরি করছি যেটা ফ্রিতে আপলোড করা হচ্ছে শামীম টেক চ্যানেলে ।আপনারা সেখান থেকে সেই ভিডিও গুলো ফ্রিতে ওয়াচ করতে পারবেন। অথবা আপনারা পুরো কোর্স টি ১৫০০ টাকা দিয়ে ক্রয় করতে পারেন। আমরা এই পেইড ডিভিডি টির একটি সফটোওয়ার তৈরি করেছি ওই সফটোওয়ার এর মাধ্যেমে আপনি আমাদের পেইড ডিভিডি টি দেখতে পাবেন । এই ডিভিডি দারা কি কি শিখতে পারবেনঃ ১।ইউটিউব মার্কেটিং এ টু জেট ২। কেমটাসিয়া ফিলমরা প্রিমিয়ার প্রো ভিডিও ইডিটিং ৩। এডব অডিশনের মাধ্যমে গান গজল রেকর্ডিং ৪। ভিডিও স্ক্রাইবের মাধ্যমে এনিমেশন ভিডিও তৈরি ৫। আফটার ইফেক্টস দারা যে কোন ইন্ট্রো এনিমেশন তোরি করা। ৬। ভিডিও ম্যাকিং আইডিয়া ও সেটাপ ইউর টেক স্টুডিও । এবং বিস্তারিত থাকবে যা যা লাগ। ৭। প্রত্যক টি সফটওয়্যার লেটেস্ট ভার্সনের প্লাস ফুল ভার্সন ক্রাক সহ। এবং ইউটিউব মার্কেটিং করার জন্য যা যা সফটওয়্যার লাগবে সব থাকবে। সব গুলো ফুল ভার্সন। এই পেইড ডিভিডি কে আমরা ড্রাগ ড্রপ ইউটিউব মার্কেটিং কোর্স নাম দিয়েছি।
More Software Details https://goo.gl/ac2aK9
Software Download Links: https://goo.gl/otDXyL
📀ORDER DVD Software; https://goo.gl/yRcMMZ
No Comment to " YouTube Marketing Full Course Bangla BY SHAMIM LEM "