গত ১৪ মে থেকে সকল জি-মেইল গ্রাহক ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান থেকে শুরু করে অন্যান্য সুবিধা পাবেন। জি-ইমেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে কোনো রকম বিড়ম্বনা ছাড়া । সেই সঙ্গে নোটিফিকেশনও ইন্টারনেট সংযোগ ছাড়াই আসবে। ২০০৪ সালে সেবা দেওয়া শুরু করেছে জি-মেইল। এর ১৪ বছর পর এসে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেই জি-মেইল কর্তৃপক্ষ। ডেস্কটপে ক্রোম (ভার্সন ৬১) ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। এই ভার্সন ছাড়া গুগল ক্রোমের কাছাকাছি অন্য ভার্সন ব্যবহারকারীরাও সেই সুযোগ পাবেন। এজন্য শুধু মাত্র একবার ইন্টারনেট সংযোগ দেওয়ার পর পরবর্তী সময়ে আর ইন্টারনেট সংযোগ লাগবে না। সে ক্ষেত্রেও স্বাভাবিকভাবে মেইল আদান-প্রদান করা যাবে ইন্টারনেট ছাড়াই।
Labels:
খেলার খবর
,
তথ্যপ্রযুক্তি
,
বিজ্ঞান ও প্রযুক্তি
,
শিক্ষা
,
সমগ্র
,
সারাদেশ
No Comment to " জি-মেইল এবার ইন্টারনেট ছাড়াই কাজ করবে ! "