Browsing Category "তথ্যপ্রযুক্তি"

Browsing "Older Posts"



সবারই কিন্তু জানা ১ দিন =২৪ ঘণ্টা। যদি এমন হয় ২৫ ঘণ্টায় ১ দিন। বিষয়টি বিস্ময়ের কারণ হলেও সত্যিই এমনটাই হতে চলেছে আগামী দিনগুলোতে ।

বাড়ছে দিনের পরিমাপ! আর ২৪ ঘণ্টায় ১দিন হবে না, ১ দিন হবে ২৫ ঘণ্টায়। খবরে বলা হয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসন’র গবেষকরা এমন তথ্য জানিয়েছেন।

গবেষকরা বলছেন, ১০০ কোটি বছর আগে পৃথিবীতে দিনের মাপ ছিল ১৮ ঘণ্টা। ক্রমে সেই মাপ বেড়ে পৌঁছেছে ২৪ ঘণ্টায়। আর আগামীতে হতে চলেছে ২৫ ঘণ্টায়। যার ফলে দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। ইয়াহু নিউজ।

সামনে থেকে ২৫ ঘণ্টায় হবে একদিন!

By SHAMIM LEM →
ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করতে এক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও এবার পোস্ট করার সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এরই মাধ্যমে ফিউচারটি চালুর জন্য কাজও শুরু করে দিয়েছে ছবি বিনিময়ের অ্যাপটি। তবে ইনস্টাগ্রামের আলাদা কোনো বিভাগে নাকি মূল ফিডে ফিচারটি যুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইনস্টাগ্রামে বর্তমানে সর্বোচ্চ এক মিনিটের ভিডিও বন্ধুদের কাছে পাঠানো যায়। সূত্র : মেইল অনলাইন

এবার এক ঘণ্টার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে

By SHAMIM LEM →
গত ১৪ মে থেকে সকল জি-মেইল গ্রাহক ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান থেকে শুরু করে অন্যান্য সুবিধা পাবেন। জি-ইমেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াই বার্তা আদান-প্রদান করা যাবে কোনো রকম বিড়ম্বনা ছাড়া । সেই সঙ্গে নোটিফিকেশনও ইন্টারনেট সংযোগ ছাড়াই আসবে। ২০০৪ সালে সেবা দেওয়া শুরু করেছে জি-মেইল। এর ১৪ বছর পর এসে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেই জি-মেইল কর্তৃপক্ষ। ডেস্কটপে ক্রোম (ভার্সন ৬১) ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। এই ভার্সন ছাড়া গুগল ক্রোমের কাছাকাছি অন্য ভার্সন ব্যবহারকারীরাও  সেই সুযোগ পাবেন। এজন্য শুধু মাত্র একবার ইন্টারনেট সংযোগ দেওয়ার পর পরবর্তী সময়ে আর ইন্টারনেট সংযোগ লাগবে না। সে ক্ষেত্রেও স্বাভাবিকভাবে মেইল আদান-প্রদান করা যাবে ইন্টারনেট ছাড়াই।

জি-মেইল এবার ইন্টারনেট ছাড়াই কাজ করবে !

By SHAMIM LEM →

নিউজ ডেস্ক: সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে ফেসবুক ঘাঁটাঘাটি। শুধু সকাল নয়, দিনে কাজের ফাঁকে অসংখ্য বার আমরা ফেসবুকে ঢুঁ মারি। নিজের ভালোলাগা, দুঃখ, কষ্ট, প্রেম, ভয়, বিশ্বাস- এগুলো অন্যের সঙ্গে শেয়ার করতে না পারলে যেন আমরা কোনোমতেই শান্তি পাই না। বর্তমানে আমাদের জীবনের একটি অপরিহার্য অঙ্গই হয়ে দাঁড়িয়েছে এই ফেসবুক। তবে এটি সাময়িক শান্তি দিলেও এর থেকে দূরে থাকাই ভালো বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি ‘জার্নাল অব সোশ্যাল সাইকোলজি’-তে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, অন্তত পাঁচ দিন ফেসবুক থেকে নিজেকে দূরে রাখতে পারলে আপনার মানসিক চাপ কমে আসবে। সেই সঙ্গে কমবে উদ্বেগও। এ বিষয়ে মোট ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে গবেষণা চালানো হয়। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক ভ্যানম্যানের নেতৃত্বে একটি দল এই গবেষণা পরিচালনা করেন। গবেষণায় তারা দেখেছেন, এই ১৩৮ জনের প্রত্যেকেই দিনে অন্তত আড়াই থেকে তিন ঘণ্টা ফেসবুকে সময় কাটান। প্রথমে ওই ১৩৮ জনকে গবেষণাগারে আনা হয়। প্রত্যেককে প্রশ্নপত্র দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেকের মুখ থেকে লালার নমুনা নেওয়া হয়। অংশগ্রহণকারীরা প্রত্যেকেই জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের ছবি দেখে বা নিজের ছবি পোস্ট করে তারা বেশ স্ফুর্তিতেই থাকেন। কিন্তু এরিকের দাবি, পাঁচ দিন পরে সেই ছবিটা পাল্টে গেছে। প্রথমে অনেকেই ফেসবুক বন্ধ রাখতে রাজি হচ্ছিলেন না। কিন্তু পাঁচ দিন ফেসবুক থেকে দূরে থাকার পর দেখা গেল, প্রত্যেকের দেহে করটিসলের মাত্রা কমে গেছে। এই করটিসল হল মানবদেহের এমন একটি হরমোন যা চাপ-উদ্বেগের মতো বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। তারা আরও বলেছেন, ফেসবুক ছাড়াও সোশ্যাল মিডিয়ায় আরও অনেক রকমের প্ল্যাটফর্ম রয়েছে। তারা কি ওই পাঁচ দিন সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সময় কাটিয়েছেন? নাকি সব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকেই এই ১৩৮ জনকে ওই পাঁচ দিন দূরে রাখা হয়েছিল? সমালোচকদের দাবি, এরকমই একাধিক বিষয়ে কোনো স্পষ্ট উল্লেখ নেই এই রিপোর্টে। এই রিপোর্ট নিয়ে মতবিরোধ রয়েছে। তবে অনেকেই বিতর্ক বিবাদে না গিয়ে এরিকের দাবির সঙ্গে একমত যে ফেসবুক থেকে দূরে থাকলে তা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এই গবেষণার শেষে এরিক ভ্যানম্যান ও তার দল এই সিদ্ধান্তে আসেন, ফেসবুক বন্ধ রাখলে মানুষের মানসিক চাপ কমতে বাধ্য। যদিও এই গবেষণার বেশ কিছু ত্রুটি তুলে ধরেছেন সমালোচকরা। তারা বলছেন, যে পাঁচ দিন এই ১৩৮ জন ফেসবুক ব্যবহার করেননি, তারা সেই সময়গুলো কীভাবে কাটিয়েছেন, তা গবেষণার রিপোর্টে স্পষ্ট করে জানানো হয়নি।

যদি ফেসবুক থেকে ৫ দিন দূরে থাকেন তাহলে কী হবে.?

By SHAMIM LEM →


নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে না পারলে মন্ত্রিত্ব হারাবেন মন্ত্রীরা। কারণ প্রধানমন্ত্রী চান তাঁর দপ্তর হবে কাগজপত্রহীন। তাই ল্যাপটপ চালানো শিখতে মন্ত্রীদের ছয় মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তাঁর মন্ত্রীদের জন্য এমন হুঁশিয়ারি দেন। কেপি শর্মা অলি ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।  কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়, নেপালের জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের কেউ ল্যাপটপ চালাতে না পারলে তাঁকে পদচ্যুত করা হবে। অলি বলেন, ‘আমি এর মধ্যে মন্ত্রিপরিষদের বৈঠকে বলেছি, আগামী ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী দপ্তরকে কাগজবিহীন করব। বৈঠকের অনুষ্ঠানসূচি ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে। তাই মন্ত্রীরা চাইলে ল্যাপটপ চালানো শিখতে তাঁদের সহকারীদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন।’ নির্ধারিত এই সময়ের মধ্যে দেশকে তথ্যপ্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অলি বলেন, ‘ছয় মাসের মধ্যে কেউ ল্যাপটপ চালানো শিখতে না পারলে, আমরা তাকে বিদায় জানাব। তবে এ সময় তাঁকে একটি ল্যাপটপ দেওয়া হবে, যাতে তিনি তাঁর পরবর্তী মেয়াদের জন্য ল্যাপটপ-বান্ধব হয়ে উঠতে পারেন।’

নেপালে ল্যাপটপ চালাতে না পারলে মন্ত্রীদের চাকরি থাকবে না

By SHAMIM LEM →
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্মার্টফোন নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় ভাই শহিদুল স্থানীয় এক মোটর গ্যারেজে শ্রমিকের কাজ করতেন। ছোট ভাইয়ের স্মার্টফোন বড় ভাই দুদিন ব্যবহার করেন। আজ সকালে বাড়িতে ছোট ভাই জাহিদ বড় ভাইয়ের কাছে ফোনটি ফেরত চান। বড় ভাই ফোন দিতে অস্বীকার করলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়। এ সময় ছোট ভাই তরকারি কাটার ছুরি দিয়ে বড় ভাইকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বড় ভাই শহিদুল মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর প্রতিবেশীরা ছোট ভাইকে আটক করে পুলিশে দেন। দুই ভাই-ই অবিবাহিত।  নিহত ভাইয়ের নাম শহিদুল ইসলাম (২৬)। তিনি একই গ্রামের আবদুল জলিলের ছেলে। পুলিশ ছোট ভাই জাহিদুল ইসলামকে (২১) আটক করে থানায় নিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মুঠোফোন নিয়ে ঝগড়া থেকে বড় ভাই খুন হয়েছেন। ছোট ভাইকে আটক করা হয়েছে। লাশ মর্গে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

স্মার্টফোন নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

By SHAMIM LEM →

মোবাইল ফোনের প্যাটার্ন – আধুনিতকার ছোয়ায় স্মার্টফোন এখন সবার হাতে হাতে। তবে এই শখের স্মার্টফোনটিতে দিতে হয় নিরাপত্তার জন্য পার্সওয়ার্ড বা প্যাটার্ন। যদি এমন হয় আপনি আপনার প্যার্টান লক ভুলে গেছেন। কি করবেন তখন ? অনেকেই মেকানিকের কাছে যান। তবে এর সমস্যার সমাধান কিন্তু আপনার হাতেই। আসুন আজ আমরা জানবো স্মার্ট ফোনের প্যাটার্ন লক হলে কি করবেন। প্যাটার্ন লক ভুলে গেলেও এই পদ্ধতিতে আপনি খুলতে পারবেন- ১) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন। ২) এবার একইসঙ্গে ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন প্রেস করুন। ৩) এবার আপনি স্ক্রিনে ৫টি অপশন দেখতে পাবেন।i) Reboot data. ii) Wipe data/factory reset.iii) Install update. iv) Power down. v)Advance option. ৪) এবার এই ৫টি অপশনের মধ্যে Wipe data/factory reset অপশনটি সিলেক্ট করুন। তারপর yes প্রেস করুন। তবে yes সিলেক্ট করার আগে মনে রাখবেন আপনার ফোনের আগেকার সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে। তাই সবসময় ব্যাক-আপ নিয়ে রাখবেন, যাতে এরকম পরিস্থিতিতে পড়লে আপনার গুরুত্বপূর্ণ কোনও তথ্য হারিয়ে না যায়। ৫) এবার আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর আপনি আপনার ফোন আবার আগের মতো ব্যবহার করতে পারবেন। এবং নতুন প্যাটার্ন লক দিতে পারবেন।

আপনার মোবাইল ফোনের প্যাটার্ন লক বা পার্সওয়ার্ড ভুলে গেলে যা করবেন

By SHAMIM LEM →