ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করতে এক ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও এবার পোস্ট করার সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এরই মাধ্যমে ফিউচারটি চালুর জন্য কাজও শুরু করে দিয়েছে ছবি বিনিময়ের অ্যাপটি। তবে ইনস্টাগ্রামের আলাদা কোনো বিভাগে নাকি মূল ফিডে ফিচারটি যুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইনস্টাগ্রামে বর্তমানে সর্বোচ্চ এক মিনিটের ভিডিও বন্ধুদের কাছে পাঠানো যায়। সূত্র : মেইল অনলাইন
Labels:
খেলার খবর
,
তথ্যপ্রযুক্তি
,
বিজ্ঞান ও প্রযুক্তি
,
শিক্ষা
,
সমগ্র
,
সারাদেশ
No Comment to " এবার এক ঘণ্টার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে "