নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে না পারলে মন্ত্রিত্ব হারাবেন মন্ত্রীরা। কারণ প্রধানমন্ত্রী চান তাঁর দপ্তর হবে কাগজপত্রহীন। তাই ল্যাপটপ চালানো শিখতে মন্ত্রীদের ছয় মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তাঁর মন্ত্রীদের জন্য এমন হুঁশিয়ারি দেন। কেপি শর্মা অলি ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।  কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়, নেপালের জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের কেউ ল্যাপটপ চালাতে না পারলে তাঁকে পদচ্যুত করা হবে। অলি বলেন, ‘আমি এর মধ্যে মন্ত্রিপরিষদের বৈঠকে বলেছি, আগামী ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী দপ্তরকে কাগজবিহীন করব। বৈঠকের অনুষ্ঠানসূচি ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে। তাই মন্ত্রীরা চাইলে ল্যাপটপ চালানো শিখতে তাঁদের সহকারীদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন।’ নির্ধারিত এই সময়ের মধ্যে দেশকে তথ্যপ্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অলি বলেন, ‘ছয় মাসের মধ্যে কেউ ল্যাপটপ চালানো শিখতে না পারলে, আমরা তাকে বিদায় জানাব। তবে এ সময় তাঁকে একটি ল্যাপটপ দেওয়া হবে, যাতে তিনি তাঁর পরবর্তী মেয়াদের জন্য ল্যাপটপ-বান্ধব হয়ে উঠতে পারেন।’
SHAMIN REZA

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " নেপালে ল্যাপটপ চালাতে না পারলে মন্ত্রীদের চাকরি থাকবে না "