নোয়াখালির সদর উপজেলায় মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে সদর উপজেলায় মাদক ব্যবসায়ীদের দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মনিরুভ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। মনিরুল নোয়াখালীতে থাকা মৃত আহসান আলীর ছেলে। ঘটনাস্থল থেকে দুই শতাধিক ইয়াবা, ৪৬ বোতল ফেনসিডিল ও একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। নোয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, ভোরে হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় মাদক ব্যবসায় জড়িত দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরুল ইসলাম অপু নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No Comment to " নোয়াখালীতে মিলল গুলিবিদ্ধ লাশ, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী "