মেসির ভবিষ্যত বাণী - লিওনেল মেসির ওপর ভর দিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা আছেন দারুণ ফর্মে। ক্লাব বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগার শিরোপা। অন্যদিকে দেশের জার্সি গায়ে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেমেই করলেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে হাইতির বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টাইনদের স্বপ্নের সারথি মেসি জানিয়েছেন, তার দলই বিশ্বকাপের একমাত্র দাবিদার নয়। তার মতে, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স এবং স্পেনও বিশ্বকাপের ফেভারিট দল।


৯ জুন ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসি বাহিনী। তারপরই বিশ্বকাপ খেলতে রাশিয়ায় পাড়ি জমাবে তারা। ‘ডি’ গ্রুপের খেলায় ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপপর্বের অন্য দুই ম্যাচে ২১ জুন ক্রোয়েশিয়া ও ২৬ জুন নাইজেরিয়ার মুখোমুখি হবে দেশটি।

বুধবার বুয়েন্স আইরেসে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে যেটি তার ষষ্ঠ হ্যাটট্রিক। তবে এদিন নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোকে অতিক্রম করে মেসি এখন লাতিন অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। মেসির বর্তমান গোল ৬৪টি। অন্যদিকে রোনাল্ডোর গোল ৬২। মেসির সামনে আছেন কেবল আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তার গোল সংখ্যা ৭৭টি।দুর্দান্ত এই রেকর্ডের পর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেছেন, ‘আমরা সবাই এক উদ্দেশ্যেই রাশিয়া যাচ্ছি। আমাদের স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা। আমরা যদিও বিশ্বকাপের দাবিদার নই কিন্তু আমরা খুবই ভালো, প্রশিক্ষিত এবং প্রতিদিনই উন্নতি করছি। আমাদের অসাধারণ খেলোয়াড় আছে। যেকোনো দলের সাথে লড়াই করার সামর্থ্য আমাদের আছে।’

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচটাকে গুরুত্বপূর্ণ মনে করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ফলে প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া মেসি জানালেন, ‘বিশ্বকাপে বেশিরভাগ সময়েই যুক্তি কাজে আসে না। আমাদের প্রথম ম্যাচটি নিয়ে ভাবতে হবে। কারণ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচ জয় আমাদের মানসিক শান্তি দেবে।’

নিজেদের বিশ্বকাপ স্কোয়াড নিয়েও দারুণ আত্মবিশ্বাসী মেসি, ‘আমরা কি করতে যাচ্ছি তা নিয়ে আমাদের মধ্যে কোন সন্দেহ নেই। আমরা অসাধারণ একটি স্কোয়াড গড়তে যাচ্ছি, যেটা দল হিসেবে ও ব্যক্তি পর্যায়ে খুবই শক্তিশালী।তার মতে এবার বিশ্বকাপ এর দৌড়ে আর্জেন্টিনার পাশাপাশি এগিয়ে থাকবে ব্রাজিল, জার্মানি এবং ফ্রান্স।
SHAMIN REZA

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " সেমি-ফাইনাল খেলবে যে চার দল! মেসির ভবিষ্যত বাণী, "