টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম ফেরিওয়ালা তিনি। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্মেটের জনপ্রিয়তায় তার অবদান কম নয়। তাকে ছাড়া ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাবাই যেত না। কিন্তু বয়স বেড়ে যাওয়া গেইলের ব্যাটের ধার অনেকটাই কমে গেছে। সদ্য শেষ হওয়া আইপিএলে দল পেতে ব্যাক পেতে হয় ক্যারিবীয় এই ব্যাটিং দানবকে।শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল খেলার সুযোগ পেলেও নিজের স্বভাবসুলভ ব্যাটিং করতে পারেননি।১১ ম্যাচে ক্যারিবিয়ান এ ওপেনার ৩৬৮ রান করেন। প্রথম কয়েকটা ম্যাচে অসাধারণ খেললেও পরের ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননিক্রিস গেইল।
ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আইপিএল প্রীতির কথা জানিয়েগেইল বলেন, আইপিএল হলোপৃথিবীর অন্যতম সেরা টুর্নামেন্ট।
No Comment to " পৃথিবীর সেরা টুর্নামেন্ট আইপিএল: ক্রিস গেইল "