আনিসুল হকের কিছু উক্তি- মেয়র আনিসুল হক বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন। এর মধ্যে উনার কিছু উক্তি তরুণ প্রজন্মকে সাহস এবং অনুপ্রেরণা যুগিয়েছে কিছু আবার দিয়েছে আনন্দ। প্রয়াত মেয়রের এমন কিছু উক্তি নিয়েই আমাদের এই আয়োজন। অামি অানিসুল হক যদি মধ্যবর্তী পরিবার থেকে এসে, মাইলের পর মাইল হেঁটে স্কুলে গিয়ে, মফস্বলের স্কুলে পড়াশুনা করে, ফস্বলের বিশ্ববিদ্যালয় পড়াশুনা করে, অাজকের মেয়র হতে পারি। তোমরা তো তার চেয়ে ভালো প্রতিষ্ঠানে পড়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাগরিক হতে পার। ভারতীয় চলচ্চিত্রের ট্রাজেডি কিং খ্যাত অভিনেতা দিলীপ কুমারের মুম্বাইয়ের বাসায় আনিসুল হকভারতীয় চলচ্চিত্রের ট্রাজেডি কিং খ্যাত অভিনেতা দিলীপ কুমারের মুম্বাইয়ের বাসায় আনিসুল হক ১. অামাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিলো? অামি জানি না অন্য কে কি বলবে। অামি নিশ্চিত করে বলতে পারি এবং যে কোন পরিস্থিতিতে বলবো, অামার সবচেয়ে বড় শক্তি ছিলো অামার মায়ের দোয়া। ২. স্কুলের কাজ শিক্ষা দান করা, মেধাবীদের বেছে বেছে ভর্তি করা নয়। পরিবারের সদস্যদের মাঝে আনিসুল হকপরিবারের সদস্যদের মাঝে আনিসুল হক ৩. Life Is Not Easy. জীবন হচ্ছে সংগ্রামের ক্ষেত্র। এই জীবন যুদ্ধে কি করে বাঁচবে, কি করে সামনে এগিয়ে যাবে, তার জন্য নিরন্তর কাজ করে যেতে হবে। তরুণ বয়সে বিটিভির প্রোগ্রামেতরুণ বয়সে বিটিভির প্রোগ্রামে ৪. Don’t Loss Your Courage. মিডেল ক্লাস পরিবার থেকে এসে যদি অানিসুল হক মেয়র হতে পারে, তোমার তো পৃথিবী জয় করতে পারবে। “You Can Win The World And Please Have Your Courage.” ৫. যদি হাওয়া খেতে হয়,নদীর ধারে যাও। যদি সুন্দর পর্বত দেখতে চাও, তাহলে হিমালয়ে যাও। ভাল মানুষ হতে হলে , ভাল মানুষের সঙ্গে মিশতে হয়, ভাল মানুষের লেখা পড়তে হয়, ভাল মানুষের জীবনী পড়তে হয়। বিটিভির জনপ্রিয় প্রোগ্রাম উপস্থাপনারত অবস্থায় আনিসুল হকবিটিভির জনপ্রিয় প্রোগ্রাম উপস্থাপনারত অবস্থায় আনিসুল হক ৬. ‘ Life Is A Trip ‘ কিন্তু ঐ Trip এর কোন ম্যাপ নেই। ঐ Destination এর কোন ম্যাপ নেই। এই ম্যাপটি নিজেকে তৈরি করে নিতে হয়। ৭. এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়য়ের কনভোকেশনে আনিসুল হক মজা করে বলছিলেন, বউ’রা মাফিয়ার চেয়েও খারাপ হয়। মাফিয়া হয় আপনার জীবন চাইবে অথবা টাকা। কিন্তু বৌ আপনার জীবন এবং টাকা দুইটাই চায়। ৮. একসময় ছিলো যখন অামরা জীবনকে জানতাম না, সারা পৃথিবী উন্মুক্ত ছিল না। তোমরা এখন জীবনকে কিন্তু দেখতে পাও। So Build Up Your Confidence. ৯. অবৈধ উচ্ছেদ অভিযান নিয়ে উনার উক্তি ছিলো – ‘ আমাকে সকালে উঠে শুনি হয় মাননীয় মেয়র, আর সন্ধ্যা হতে হতে সেটা হয়ে যায় দাঙ্গাবাজ। ১০. মানুষ সংঘবদ্ধ হলে,পৃথিবী বদলে যেতে পারে। ভালবাসা সকল মানুষের ভাগ্য জোটেনা। কিন্তু আনিসুল হক নিজের কর্মের মাধ্যমে সকলের ভালবাসা অর্জন করে নিয়েছেন। আমরা আমাদের প্রিয় মেয়রের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
SHAMIN REZA

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " মেয়র আনিসুল হকের কিছু উক্তি জেনে রাখুন,যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে "